এনুমারেশন ফর্মের তথ্য যাচাইয়ে ইচ্ছাকৃত ভাবে ভুল করলে বুথ স্তরের আধিকারিক (বিএলও)-দের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। বৃহস্পতিবার এমনটাই জানাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
অন্য দিকে, ভুয়ো ভোটার চিহ্নিত করতেও সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, ভুয়ো ভোটার ধরতে বৃহস্পতিবার থেকেই ইআরও-দের কাজ করতে হবে। ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)-দের নতুন সফ্টঅয়্যারও দিয়েছে কমিশন। ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ (ডিসিএ) নামে সফ্টঅয়্যারটি বৃহস্পতিবার থেকেই চালু করা হয়েছে। কমিশন সূত্রে খবর, কোনও ভোটার একের বেশি এনুমারেশন ফর্ম জমা দিলে এই প্রযুক্তি সেই তথ্য চিহ্নিত করতে পারবে। বৃহস্পতিবার থেকে ইআরও-রা এই প্রযুক্তি ব্যবহার করবেন। এর পরে ভুয়ো ভোটার ধরতে ডিইও, সিইও এবং কমিশন এই প্রযুক্তি ব্যবহার করবে।
রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্ট (বিএলএ)-দের সঙ্গে বৈঠক করবেন বিএলও-রা। খসড়া ভোটার তালিকার বিষয়ে হবে ওই বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নির্দেশ, ওই বৈঠক বুথেই করতে হবে। বুথের বাইরে অন্যত্র সেই বৈঠক করা যাবে না।
কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কারণে বাদ পড়তে চলেছে ৫০ লক্ষেরও বেশি ভোটারের নাম। আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত যা হিসাব মিলছে, তাতে মোট ৫২ লক্ষ ৯৯ হাজার ৬৬৩ জন ভোটারের নাম ওই তালিকায় থাকবে না। মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। এ ছাড়াও নানা কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বলে খবর।
আরও পড়ুন:
কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এ রাজ্যে মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে ২৩ লক্ষ ৪৮ হাজার ৯৫ জন ভোটারকে। তাঁদের নাম বাদ চলে গিয়েছে। এ ছাড়া, এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন ১৮ লক্ষ ৫৫ হাজার ৩০২ জন। তাঁদের নামও বাদ পড়েছে। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ‘নিখোঁজ’ ভোটারদের নাম। বিএলও-রা এখনও পর্যন্ত খোঁজ পাননি, এমন ভোটারের সংখ্যা ৯ লক্ষ ৪২ হাজার ১৬২ জন।