ভোটার তালিকায় পুরুষ-মহিলাদের আনুপাতিক হারে রাজ্যের গড় হারকে টেক্কা দিয়েছে মুর্শিদাবাদ। সেই সুবাদে পশ্চিমবঙ্গের অন্য ২৩টি জেলা (উত্তর ও দক্ষিণ কলকাতাকে দু’টি জেলা ধরে)-কে পিছনে ফেলে সেরার পুরস্কার পেতে পারে তারা। একই ভাবে নিয়মবিধি মেনে সংশোধনের কাজ সব থেকে ভাল করার জন্য কালিম্পং ও নদিয়া এবং প্রতিবন্ধী ভোটারদের নাম নথিভুক্তিতে ইনামের দাবিদার দক্ষিণ দিনাজপুর।
রাজ্যে পুরুষ ও মহিলা ভোটারের আনুপাতিক গড় হার ১০০০:৯৪৯। রাজ্যের সেই গড় হারের থেকে অনেক বেশি মহিলা ভোটার রয়েছেন মুর্শিদাবাদে। সেখানে
পুরুষ-মহিলা ভোটারের আনুপাতিক হার ১০০০:৯৫৮। শুধু আনুপাতিক হার নয়, চূড়ান্ত ভোটার তালিকায় নতুন (১৮-১৯ বছর বয়সি) নাম তোলার ক্ষেত্রেও অন্য জেলার থেকে কিছুটা এগিয়েছে মুর্শিদাবাদ। তাই আনুপাতিক হার এবং নতুন ভোটারের নাম নথিভুক্তির বিভাগে সেরা জেলার পুরস্কার পেতে চলেছে মুর্শিদাবাদ।