ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) আগে ২০০২ সালের এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কার্যালয়। কিন্তু সেই তালিকায় কিছু এলাকার তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে। এ নিয়ে বিভ্রান্তিও ছড়াচ্ছে সাধারণ ভোটারদের মধ্যে। তবে কমিশন সম্প্রতি জানিয়েছে, কোনও কারণে কোনও এলাকার তথ্য মূল তালিকায় না থাকলেও সমস্যা নেই। কারণ, তারা ২০০৩ সালে তৈরি খসড়া ভোটার তালিকাও প্রকাশকরবে। সেই তালিকা তৈরি হয়েছিল ২০০২ সালের এসআইআরের মূল তালিকার উপরে ভর করেই।
কমিশন সূত্র মনে করিয়ে দিচ্ছে, ২০০২ সালে ডিজিটাল মাধ্যমে এমন নথি সংরক্ষিত থাকত না। কিন্তু কমিশনের বিধি অনুযায়ী, তা থাকার কথা সংশ্লিষ্ট জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে। এমন নথি নষ্ট করা যায় না। ফলে যে এলাকাগুলির তথ্য পাওয়া যাচ্ছে না, সেই নথি খোঁজার নির্দেশও দিয়েছে কমিশন। শেষ পর্যন্ত তা পাওয়া না গেলে ২০০৩ সালের খসড়া ভোটার তালিকা থেকে নিজের নাম খুঁজে নিতে পারবেন ভোটারেরা। কমিশন সূত্রের খবর, এসআইআর চালু হলে বিশেষ ‘হেল্পলাইন নম্বর’ চালু করা হবে। তাতে যে কোনও প্রশ্নের উত্তর পেতে ফোন করতে পারবেন ভোটারেরা।
তবে এসআইআর নিয়ে বিরোধী রাজনৈতিক স্তরে চলছে তীব্র প্রতিবাদ। নয়াদিল্লিতে বিরোধী সাংসদেরা প্রায় নিয়মিত সরব হচ্ছেন। সেই প্রতিবাদ কর্মসূচিতে রয়েছেন এ রাজ্যের শাসক দল তৃণমূলের সাংসদেরাও। কমিশন যদিও সূত্রের দাবি, এ রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল বুথ লেভেল এজেন্টের (বিএলএ) তালিকা পাঠাতে শুরু করেছে। কমিশন প্রতিটি রাজনৈতিক দলকে আগেই জানিয়েছিল, এসআইআরের আগে বিএলএ-দের তালিকা দিতে হবে কমিশনকে।নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময়ে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে থাকবেন বিএলএ-রা। কোথাও আপত্তি থাকলেবিএলএ-রা কমিশনের সামনে তা তুলে ধরতে পারবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)