Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mamata Banerjee

Mamata Banerjee: ভ্রাতৃবধূর করোনা, ভাই ঘুরছেন বাইরে, কড়া ধমকে গৃহবন্দি করেছেন ‘দিদি’ মমতা

উদ্বেগ বাড়াচ্ছে লাগামছাড়া সংক্রমণ বৃদ্ধি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘‘বাড়িতে কেউ আক্রান্ত হলে বাকি সদস্যরাও বাড়িতে থাকুন।’’

সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ১৬:১৪
Share: Save:

কোভিড সংক্রমণের লাগামছাড়া বৃদ্ধি স্বাভাবিক ভাবেই জনমানসে উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে বাড়িতে কারও কোভিড হলে বাকি সদস্যদেরও বাইরে না বেরনোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানালেন, তাঁর নিজের বাড়িতেই এমন ঘটনা ঘটেছে। করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর ছোট ভাইয়ের বউ। এ দিকে, বাইরে ঘুরে বেড়াচ্ছেন ছোট ভাই। এই ঘটনায় তিনি যে অত্যন্ত ক্ষুব্ধ, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

কোভিড পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘ধরুন, বউয়ের কোভিড হয়েছে। দেখা যাচ্ছে, স্বামী বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। ভাবছে, আমি তো নেগেটিভ। আমি তো মিশতেই পারি। বাড়িতে কারও হলে তাঁরও যে আইসোলেশনে থাকা উচিত, এটা আমরা ভুলে গিয়েছি।’’

এই প্রসঙ্গেই নিজের বাড়ির কথা বলেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘এই কাজ আমার বাড়িরই এক জন করেছে। আমার ছোট ভাইয়ের বউয়ের কোভিড হয়েছে। আর বাবুন (বন্দ্যোপাধ্যায়) এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমি খুবই অফেন্ডেড হয়েছি। এটা পছন্দ করি না আমি। চ্যারিটি বিগিন্‌স অ্যাট হোম। আমি বলে দিয়েছি, কাল থেকে কোথাও বেরোবে না। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে।’’

এরই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাকে নিয়েও খবর হয়েছে শুনলাম। লেখা হয়েছে, আমার নাকি কোভিড হয়েছে! আমার কিচ্ছু হয়নি। এখানে তো লুকোচুরির ব্যাপার নেই। ওটা সম্পূর্ণ মিথ্যে খবর। আমি পুরোপুরি সুস্থ। তবে প্রচুর মানুষের হচ্ছে। আমার দু’জন ড্রাইভারেরই হয়েছে।’’

রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধিতে লাগাম পরাতে গত রবিবারই এক গুচ্ছ বিধিনিষেধ ঘোষণা করেছে প্রশাসন। বৃহস্পতিবার মমতা বলেন, ‘‘বেশ কিছু বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী পরিস্থিতি বিচার করে প্রয়োজনে আরও কিছু ঘোষণা করা হতে পারে।’’

লোকাল ট্রেন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ট্রেন না চালালে বলবে ট্রেন বন্ধ রেখেছে। আর ট্রেন চালালে ভিড় হবে। মানুষের জীবন-জীবিকার কথাও তো ভাবা প্রয়োজন। কত মানুষ কলকাতায় আসে কাজের সূত্রে। বলুন আমরা কোন দিকে যাব? এগোলেও দোষ, পিছলেও দোষ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Covid 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE