Advertisement
E-Paper

১ লক্ষেরও বেশি আলুচাষিকে ১৫৮ কোটি টাকার আর্থিক সহায়তা! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা

‘বাংলা শস্য বিমা’ প্রকল্পটি ২০১৯ সালে চালু হয়। প্রকল্পটি চালুর পর থেকেই রাজ্য সরকার ধারাবাহিক ভাবে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

Chief Minister Mamata Banerjee announces that the State Government has started releasing financial assistance of rs158 crore to 1 lakh potato farmers of Bengal

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৭:১৭
Share
Save

‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের আওতায় রাজ্যের ১ লক্ষেরও বেশি আলুচাষিকে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে নবান্ন। মঙ্গলবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সহায়তার মোট পরিমাণ ১৫৮ কোটি টাকা, যা চলতি রবি মরসুমে প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত আলুচাষিদের জন্য এক বড়সড় সান্ত্বনা ও সহায়তা হবে বলেই মনে করছে রাজ্য প্রশাসনের একাংশ। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের মাধ্যমে এই সহায়তা প্রদান একেবারে নিখরচায় করা হয়েছে। এই প্রকল্পে কৃষকদের কোনও প্রিমিয়াম দিতে হয় না, বরং সমস্ত খরচ রাজ্য সরকার নিজেই বহন করে। ফলে, কৃষকদের কাঁধে কোনও অতিরিক্ত আর্থিক বোঝা চাপছে না, বরং তাঁরা পাচ্ছেন নিশ্চিন্তে চাষের আশ্বাস।

প্রসঙ্গত, ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পটি ২০১৯ সালে চালু হয়। প্রকল্পটি চালুর পর থেকেই রাজ্য সরকার ধারাবাহিক ভাবে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের মোট ৩,৭২০ কোটি টাকারও বেশি সহায়তা প্রদান করা হয়েছে, যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেশি।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হলে কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের আর্থিক ভাবে রক্ষা করা। চলতি বছরে আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে অনেক আলুচাষি বড় ক্ষতির মুখে পড়েছিলেন। সেই পরিস্থিতিতে এই ১৫৮ কোটি টাকার সহায়তা তাঁদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

নিজের ফেসবুক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ রাজ্য সরকার ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের আওতায় বাংলার ১ লক্ষেরও বেশি আলুচাষিকে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫৮ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করল। আমি বাংলার সকল কৃষক ও তাঁদের পরিবার-পরিজনকে জানাই আন্তরিক অভিনন্দন।’’ তিনি আরও বলেছেন, ‘‘চলতি রবি মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সব কৃষকের আলু চাষে ক্ষতি হয়েছিল, তাঁদের এই সহায়তা করা হচ্ছে।’’

এই প্রসঙ্গে নিজের সরকারের অবস্থান স্পষ্ট করে মমতা বলেছেন, ‘‘বাংলার কৃষকেরা সম্পূর্ণ নিখরচায় ফসল বিমার সুবিধা পান। সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। এটা আমাদের গর্ব যে, ২০১৯ সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পেই আমাদের সরকার বাংলার কৃষকদের মোট ৩,৭২০ কোটি টাকার বেশি সহায়তা প্রদান করেছে। আগামী দিনেও আমরা বাংলার কৃষকদের পাশে এ ভাবেই থাকব।’’ রাজ্য সরকারের এই পদক্ষেপকে কৃষকমহল ইতিবাচক দৃষ্টিতে দেখছে। অনেক কৃষকই বলেছেন, এই বিমা প্রকল্প তাঁদের জন্য একটি বড় আশ্রয়স্থল, যা চাষবাসকে আরও সুরক্ষিত করেছে। এক আলুচাষি বলেন, “বছরের পর বছর আমরা ক্ষতির মুখে পড়েছি, কিন্তু এই প্রকল্প চালুর পর এখন অন্তত জানি, বিপদে সরকার পাশে থাকবে।” আর রাজনৈতিকমহল মনে করছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে গ্রামীণ ভোটব্যাঙ্ককে আরও সংহত করতে মুখ্যমন্ত্রী এই কুশলী চাল দিয়েছেন।

CM Mamata Banerjee potato farmers WB State Government

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।