পূর্ব ঘোষণা মতোই শনিবার থেকে চালু হল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। সঙ্গে শুরু হয়েছে দুয়ারে সরকারও। নবান্নের দাবি, গোটা রাজ্যে এ দিন ৬৩৫টি শিবিরে প্রায় ১.৮৭ লক্ষ মানুষ যোগাযোগ করেছেন।
এ দিন পাড়া-কর্মসূচিতে সার্বিক অংশগ্রহণের আবেদনও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডলে তিনি জানিয়েছেন, রাজ্যের মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য এই কর্মসূচি চালু হয়েছে। এর মাধ্যমে মানুষ নিজেদের বুথ এলাকার সমস্যাগুলো নিজেরাই চিহ্নিত করবেন। সরকারি কর্মীরা এলাকার মানুষের সমস্যার কথা শুনবেন এবং সরকার তা সমাধানে পদক্ষেপ করবে। সঙ্গে হবে দুয়ারে সরকারও। নবান্ন আগেই জানিয়েছিল, রাজ্যের ৮০ হাজারের বেশি বুথে এই কর্মসূচি হবে। তিনটি বুথ মিলিয়ে হবে একটি শিবির। তাতে গোটা রাজ্যে ২৭ হাজারের বেশি শিবির হওয়ার কথা। মমতা সমাজমাধ্যমে লিখেছেন, “আমাদের সরকার বুথপিছু ১০ লক্ষ করে টাকা করে মোট ৮ হাজার কোটি টাকারও বেশি দেবে। আমি বাংলার সকল মানুষকে অনুরোধ করব, আপনারা সবাই আপনাদের কাছের ক্যাম্পে যান এবং নিজেদের মতামত দিন। সরকারি আধিকারিকেরা আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)