টাকা ফেরৎ এর দাবিতে ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থার আমানতকারী ও এজেন্ট দের মিছিল। নিজস্ব চিত্র।
আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে ফের সরব হল ‘অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে মিছিল করে বুধবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করেছেন আমানতকারী ও এজেন্টরা। ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার হাতে প্রতারিতদের টাকা ফেরতের জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের দফতরে দাবিপত্র দিয়েছেন তাঁরা। সংগঠনের সভাপতি রূপম চৌধুরী কেন্দ্রীয় সরকারের উদ্দেশে একটি খোলা চিঠিও দিয়েছেন। তিনি বলেন, ‘‘কেন্দ্র ও রাজ্য, দুই সরকারের কাছেই আমরা দাবি জানাচ্ছি। টাকা ফেরত না পেলে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে তীব্র আন্দোলন হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy