ভিন্-রাজ্যে গিয়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ‘হেনস্থা’র অভিযোগকে কেন্দ্র করে তেতে রয়েছে রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার কেউ সমস্যায় পড়লে, তাঁদের পাশে দাঁড়াতে এ বার ‘হেল্পলাইন’ নম্বর চালু করল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন। নম্বরগুলিতে ফোন ও ওয়টসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ভিন্-রাজ্যে থাকা শ্রমিকেরা। মোট ১০টি নম্বর চালু করেছে শ্রমিক সংগঠনটি। নম্বরগুলি: ৯৮৩০২০২৮২২, ৮০১৩১৩৫৭৯৭, ৯৮৩০০৯৬৮৩৯, ৯৮৩০০৩০২৫৮, ৯৬৭৪৯৭২০৫২, ৯৮৩১৩৫৩৪৮৫, ৮৯৮১৮৫২৮৪১, ৭০৪৪৭৮২৩৯৯, ৭০৫৯৬৭৬০৭৯, ৯৮৩০৬৬০৪২৪। রাজ্যে এমন হেল্পলাইন নম্বর চালু করেছে কংগ্রেস এবং সিপিআই (এম-এল) লিবারেশনও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)