করোনা পরিস্থিতি ও লকডাউনের মধ্যে গৃহকর্মীদের জন্য স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুযোগ, বেতনে কোপ না দেওয়ার দাবি তুলল ইউটিইউসি। আন্তর্জাতিক গৃহকর্মী দিবসে এই বিষয়ে সরব হয়েছে তারা। এনএসএসও-র ২০১১ সালের তথ্য অনুযায়ী, দেশে গৃহকর্মীর সংখ্যা প্রায় ৪০ লক্ষ। বেসরকারি সর্বশেষ হিসেব ধরলে সংখ্যাটা প্রায় ৮ কোটিতে দাঁড়াবে। গৃহকর্মীদের জন্যও সম্মানজনক বেতন, হিংসামুক্ত কর্মক্ষেত্র, মাতৃত্বকালীন ছুটির অধিকারের দাবি তুলেছে ইউটিইউসি।
আরও পড়ুন: বক্সায় বিদ্যুতের বেড়ায় মৃত্যু হাতির