কলেজে ভর্তির সিন্ডিকেট ভাঙতে এ বার কড়া পুলিশি ব্যবস্থার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভর্তি হতে গিয়ে যাঁরা আর্থিক ‘জুলুম’ এর শিকার হচ্ছেন, তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার কলকাতা পুলিশ একটি ই-মেল (KolkataPolice120@gmail.com) এবং দু’টি হোয়াটসঅ্যাপ নম্বর (৮৪২০৭৫৮৯৯৪ এবং ৬২৯০৯৬১১২১) জানিয়ে দিয়ে বলেছে, এখানে অভিযোগ জানালে অভিযোগকারীর নাম পরিচয়ও গোপন থাকবে। রাজ্য পুলিশের ক্ষেত্রেও একই রকম নির্দেশ জারি করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
ছাত্র ভর্তিতে বিভিন্ন জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) টাকা নিচ্ছে— এমন তথ্য পেয়ে সংগঠনের নেতৃত্বকে গত সপ্তাহেই দলীয় বৈঠকে ভর্ৎসনা করেন মমতা। বলেন, এ সব তিনি বরদাস্ত করবেন না। তার পরেও একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসায় মুখ্যমন্ত্রী রীতিমতো ক্ষুব্ধ হন। এক দিকে, সাংগঠনিক স্তরে কলেজের ছাত্র সংসদগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, অন্য দিকে পুলিশ প্রশাসনকে সক্রিয় করে ভর্তি-চক্রের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ—দু’ভাবে বিষয়টি মোকাবিলা করার সিদ্ধান্ত নেন তিনি।