নিরাপত্তার ঝুঁকি এবং রাজনৈতিক কারণের জন্য বারবার বদলাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল। মুখ্যমন্ত্রী আজ মঙ্গলবার বর্ধমান, মুর্শিদাবাদে সভা করবেন। তার পরে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাঁর দলীয় কর্মিসভা হওয়ার কথা রয়েছে। একটি সূত্রের খবর, রাতে তিনি মালদহে থাকতে পারেন। তবে বহরমপুরেও তাঁর থাকার ব্যবস্থাও রাখা রয়েছে।
মালদহে তাঁর সভা করার কথা ছিল গাজলো। রবিবার বিকেলেই মালদহের গাজলের বদলে তাঁর সভাস্থল ইংরেজবাজার শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন মাঠে স্থানান্তরিত করা হয়। অথচ কর্মিসভার জন্য দু’টি মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছিল গাজল কলেজ সংলগ্ন মাঠে। রবিবার দুপুরে মাঠের কাছেই তৈরি করা হেলিপ্যাডে মহড়াও দিয়ে গিয়েছিল হেলিকপ্টার। মনে করা হচ্ছে শনিবার ইংরেজবাজারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার মেগা রোড-শোর পাল্টা হিসেবেই মুখ্যমন্ত্রীর সভাস্থল বদলানো হল।
অন্য দিকে, নিরাপত্তার কারণে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের চান্দোইল ময়দান থেকে রায়গঞ্জের স্টেডিয়াম মাঠে মুখ্যমন্ত্রীর কর্মিসভা স্থানান্তরিত হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। সোমবার দুপুরে নিরাপত্তা ব্যবস্থা ও মঞ্চ তৈরির প্রস্তুতি খতিয়ে দেখলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মিনা ও রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার।
মঙ্গলবার প্রথমে পূর্ব বর্ধমানের কালনায় জনসভা করার কথা মুখ্যমন্ত্রীর। সেখান থেকে বর্ধমানের সাধনপুরে মাটি উৎসবের উদ্বোধন করবেন তিনি। কৃষি যন্ত্রের ব্যবহার, চালানো, সারানো নিয়ে একটি প্রশিক্ষণ কেন্দ্রেরও উদ্বোধন করার কথা। কৃষি দফতর সূত্রে জানা যায়, বিভিন্ন ব্লক থেকে কৃষক পরিবার বা কৃষি যন্ত্র রয়েছে এমন পরিবারের যুবক-যুবতীদের বাছাই করে প্রশিক্ষণ দেবে রাজ্যের কৃষি শিল্প উন্নয়ন নিগম। দু’দফায় ৪৮ জনকে প্রশিক্ষণ দেবেন খড়্গপুর আইআইটি-র অধ্যাপক-শিক্ষকেরা। সোমবার কালনার বৈদ্যপুরে সভামঞ্চের পাশে হেলিকপ্টার ওঠা-নামার মহড়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রীর কাছাকাছি আসতে পারেন, এমন ৪৫০ জনের করোনা-পরীক্ষা করানো হয়েছে।