পেনশন প্রকল্প সরলীকরণ, অবসরের পর দ্রুত পেনশন চালু, সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে পেনশন দেওয়া-সহ একাধিক দাবিতে দেশের ১০টি জায়গায় বিক্ষোভ দেখালেন কয়লা কর্মীরা। কলকাতার বিবাদী বাগে পুরনো কোল ইন্ডিয়া দফতরের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন অবসরপ্রাপ্ত কর্মীরা। বিক্ষোভকারীদের পক্ষে কোল এমপ্লয়িজ ফোরামের সভাপতি বিমান মিত্র বলেন, ‘‘ডিজিটাল ইন্ডিয়ার যুগে পেনশন পেতে এত বিলম্ব হচ্ছে কেন? এক জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে তাঁর প্রাপ্য টাকা পেতে এত কাঠখড় পোড়াতে হবে কেন? আমরা চাই ব্যাঙ্কের মাধ্যমে এবং দ্রুত অবসরপ্রাপ্ত কর্মচারী ও মৃত কর্মচারীর পরিবারের কাছে প্রাপ্য টাকা পৌঁছক।’’ তিনি জানিয়েছেন, আগামী দিনে তাঁরা এই নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)