Advertisement
E-Paper

হোয়াটসঅ্যাপে কলেজে জুলুমের অভিযোগ, ধৃত জয়পুরিয়ার ‘দাদা’

কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা (এআরএস) রবিবার তাকে গ্রেফতার করেছে।

নিজস্ব স‌ংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৮ ১১:২৪
প্রাক্তন ছাত্রনেতা ধৃত তিতান সাহা। —নিজস্ব চিত্র।

প্রাক্তন ছাত্রনেতা ধৃত তিতান সাহা। —নিজস্ব চিত্র।

হোয়াটসঅ্যাপ নম্বরে জানানো পড়ুয়াদের অভিযোগের সূত্র ধরেই কলেজের এক ‘তোলাবাজ’কে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতের নাম তিতান সাহা। সে জয়পুরিয়া কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সম্পাদক। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা (এআরএস) রবিবার তাকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, ছাত্র ভর্তিতে বিভিন্ন জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ বেআইনিভাবে পড়ুয়াদের থেকে টাকা নিচ্ছে এই অভিযোগ পাওয়ার পরই কলেজে ভর্তির ‘সিন্ডিকেট’ ভাঙতে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দেন। তার পরই শনিবার কলকাতা পুলিশ একটি ই-মেল (KolkataPolice120@gmail.com) এবং দুটি হোয়াটসঅ্যাপ নম্বর (৮৪২০৭৫৮৯৯৪ ও ৬২৯০৯৬১১২১) প্রকাশ করে অভিযোগ জানানোর জন্য। কলেজে ভর্তির ক্ষেত্রে কোনও রকম সমস্যায় পড়লে দ্রুত এই নম্বরে অভিযোগ জানাতে বলা হয়। আশ্বাস দেওয়া হয়,অভিযোগকারীর নাম পরিচয়ও গোপন রাখা হবে।

পুলিশ জানিয়েছে, শনিবারের পর থেকে এখনও পর্যন্ত ওই নম্বরে মোট ১৫টি অভিযোগ জমা পড়েছে। বিভিন্ন কলেজে ১৭ জন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। মূলত কোন কোন কলেজে ভর্তির ‘সিন্ডিকেট’ চলছে তা চিহ্নিত করা হয়েছে। কলকাতা পুলিশের এআরএস টিম ইতিমধ্যে অনেকগুলো জায়গায় অভিযানও চালিয়েছে। তবে এখনও পর্যন্ত তিতানকে ধরা গেলেও বাকি অভিযুক্তরা পলাতক। সুরেন্দ্রনাথ কলেজের গ্রুপ-ডি কর্মী রাহুল ঘোষও এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত বলে অভিযোগ পেয়েছে পুলিশ। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে অনেক পড়ুয়াদের মার্কসিট, ভর্তির ফর্ম, অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: ‘ফোননম্বর দিয়ে এক দাদা বলেছে, যা লাগবে দিবি, ভর্তি করিয়ে দেব’

তবে এই প্রথম নয়, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়ার আগেও শুক্রবার রাতে শ্যামবাজারের শ্রীশচন্দ্র কলেজের দুই পড়ুয়া এবং প্রফুল্লচন্দ্র কলেজের দুই পড়ুয়াকে ভর্তি-চক্র চালানোর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল।

TMC College aadmission তৃণমূল Kolkata Jaipuria College জয়পুরিয়া কলেজ College admission racket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy