Advertisement
৩০ এপ্রিল ২০২৪
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৭

কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য? নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের আবেদনের শুনানি হাই কোর্টে। সংসদে বাদল অধিবেশন। বর্ধমান ও নদিয়ায় কোভিডে মৃত্যু পরবর্তী পদক্ষেপ।

Calcutta High Court

কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৩ ০৬:৫২
Share: Save:

e

বুদ্ধদেব ভট্টাচার্য কেমন আছেন?

ফুসফুস ও শ্বাসনালিতে গুরুতর সংক্রমণ নিয়ে গত শনিবার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনও পুরোপুরি বিপন্মুক্ত নন। তাঁকে সর্ব ক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার ইসিজি রিপোর্টেও উদ্বেগের কিছু ধরা পড়েনি। আজ, শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেমন থাকেন নজর থাকবে সে দিকে।

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের আবেদনের শুনানি হাই কোর্টে

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবারের পর আজও অভিষেকের আবেদনের শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। বিকেল সাড়ে ৪টে নাগাদ মামলাটির শুনানি হওয়ার কথা। নজর থাকবে আদালতের এই খবরের দিকে।

সংসদে বাদল অধিবেশন

আজও সংসদের চলতি বাদল অধিবেশনে মণিপুর নিয়ে আলোচনা হওয়ার কথা। এর আগে মণিপুর নিয়ে সরকার ও বিরোধী পক্ষের দফায় দফায় বিতর্ক হয়। বুধবার মণিপুর নিয়ে উত্তাল হওয়ায় সংসদের লোকসভার অধিবেশন ওই দিনের মতো মুলতুবি হয়ে যায়। তবে এরই মাঝে রাজ্যসভায় তিনটি বিল পাশ করিয়ে নেয় সরকার পক্ষ। যা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই অবস্থায় আজ নজর থাকবে সংসদের অধিবেশনের দিকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বর্ধমান ও নদিয়ায় কোভিডে মৃত্যু পরবর্তী পদক্ষেপ

বর্ধমান মেডিক্যাল কলেজে করোনায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। ওই তিন জনের মৃত্যু নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। নদিয়াতেও এখ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় ওই ঘটনার পরবর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে।

বিধানসভার বাদল অধিবেশনের প্রথমার্ধের শেষ দিন

আজ বিধানসভার বাদল অধিবেশনের প্রথমার্ধের শেষ দিন। চলতি অধিবেশনে মণিপুর-সহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। আজ শেষ দিনে কী বিষয় নিয়ে আলোচনা হয় বিধানসভায় নজর থাকবে সে দিকে।

মণিপুরের পরিস্থিতি

প্রায় তিন মাস হতে চলল উত্তেজনা অব্যাহত রয়েছে মণিপুরে। সে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে দু'শো জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। মণিপুরের ঘটনায় নজিরদারি করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সে রাজ্যে ৩৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। সে রাজ্যের প্রশাসন জানিয়েছে, এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। তবে পুরোপুরি শান্ত হয়নি। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।

যাত্রাপথে চন্দ্রযান-৩

গত ১৪ জুলাই সফল ভাবে হয়েছে উৎক্ষেপণ চন্দ্রযান-৩। সেটি পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে। সেখানে এখন প্রদক্ষিণ করবে। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে প্রদক্ষিণ করতে করতে চাঁদের পৃষ্ঠে নামবে ভারতের চন্দ্রযান। এই অবস্থায় আজ নজর থাকবে চন্দ্রযানের নানা খবরের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE