Advertisement
১১ মে ২০২৪
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৫

অভিষেকের দিল্লিযাত্রা। আইপিএলে জোড়া ম্যাচ। রাজ্যে ঝড়বৃষ্টি হল কি না এবং পূর্বাভাস কী? দেশের কোভিড পরিস্থিতি।

A Photograph of  Abhishek Banerjee

সংসদের অধিবেশনে যোগ দিতে রবিবার দিল্লি যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ০৬:৫৫
Share: Save:

অভিষেকের দিল্লিযাত্রা

সংসদের অধিবেশনে যোগ দিতে আজ, রবিবার দিল্লি যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর নাগাদ তাঁর যাওয়ার কথা। নজর থাকবে এই খবরের দিকে।

আইপিএল

আজ আইপিএলের জোড়া ম্যাচ রয়েছে। দুপুর সাড়ে ৩টে থেকে হবে হায়দরাবাদ বনাম রাজস্থানের খেলা। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ শুরু হবে বেঙ্গালুরু বনাম মুম্বইয়ের খেলা।

রাজ্যে ঝড়বৃষ্টি হল কি না এবং পূর্বাভাস কী?

আজও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আবার কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে আগামী দু’দিন কলকাতার তাপমাত্রা কিছুটা কমবে। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দেশের কোভিড পরিস্থিতি

দেশে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। গত চার মাসে দৈনিক সংক্রমণের হার বৃহস্পতিবার সর্বোচ্চ হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের চার হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই অবস্থায় আজ নজর থাকবে সংক্রমণ পরিস্থিতির দিকে।

নিয়োগ বিতর্ক এবং তদন্ত

স্কুলে নিয়োগ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। চলছে বাম বনাম তৃণমূল জমানায় চাকরি হওয়া নিয়ে চাপান-উতোর। অন্য দিকে, নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে সিবিআই এবং ইডির তদন্ত। নজর থাকবে এই খবরের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE