Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Congress

Tapan Kandu: প্রয়াত তপন কান্দুর ওয়ার্ডে ভোটের দাবি কংগ্রেসের

প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্রের লেখা ওই চিঠিতে অবিলম্বে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের দাবি জানানো হয়েছে।

তপন কান্দুর ওয়ার্ডে দ্রুত ভোটের দাবি জানাল কংগ্রেস।

তপন কান্দুর ওয়ার্ডে দ্রুত ভোটের দাবি জানাল কংগ্রেস। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ২০:৫২
Share: Save:

ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ভোটের পরেই খুন হন। তাঁর সেইশূন্য আসনে এ বার ভোটের দাবি জানাল কংগ্রেস। সোমবার পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের দফতরে যান প্রদেশ কংগ্রেস নেতারা। সেখানেই তাঁরা একটি লিখিত দাবি সনদ তুলে দেন নির্বাচন কমিশনারের হাতে। প্রাক্তন বিধায়ক অসিত মিত্রের লেখা ওই চিঠিতে অবিলম্বে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, পুরভোটে নির্বাচিত হওয়ার পর পরই গত ১৩ মার্চ ঝালদায় খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন। আদালতের নির্দেশে তাঁর মৃত্যুর তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। তাঁর খুনের ঘটনায় শাসকদল তৃণমূলের যুক্ত থাকার অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু কংগ্রেস নেতৃত্ব আরও একধাপ এগিয়ে তপনের মৃত্যুতে শূন্য হওয়া ওয়ার্ডে ভোটের দাবি জানালেন। পাশাপাশি, তপনের খুন হওয়ার পর তাঁর পরিবারের সদস্যদেরও যে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তারও উল্লেখ করা হয়েছে চিঠিতে। নির্বাচন কমিশন যাতে তপনের পরিবারের নিরাপত্তার বন্দোবস্ত করে, সে আর্জিও জানিয়েছে কংগ্রেস।

ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপনের ছেলে দেব কান্দুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে শনিবার ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দেব। অভিযোগভীম তিওয়ারি নামে স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ভীম। পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্য দলের সঙ্গে অভিযুক্তের কোনও যোগাযোগ নেই বলেই জানিয়েছে। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা আমাদের দাবির কথা নির্বাচন কমিশনকে জানিয়েছি। যদি, আমাদের দাবি পূরণ না হল, তাহলে বৃহত্তর আন্দোলনে যাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE