Advertisement
০৯ মে ২০২৪

শিল্পের দাবিতে পথে কংগ্রেস

’ পাশাপাশিইরাজ্য সরকারের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘সিঙ্গুরের কারখানার শেড ডিনামাইট দিয়ে উড়িয়ে দিতে হল, এটাই কি রাজ্যের ভবিতব্য?’’

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৭ ০২:১৫
Share: Save:

শিল্প চেয়ে রাজ্য সরকারের উপরে চাপ বাড়াতে শেষ পর্যন্ত পথে নেমেই আন্দোলন শুরু করল বিরোধীরা। শিল্পের জমিতে শিল্প চাই, এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে চার দিনের পদযাত্রা শুরু করেছে কংগ্রেস। যেখান থেকে তারা দাবি তুলেছে, গত কয়েক বছরে রাজ্যে কত টাকার শিল্প-বিনিয়োগ এসেছে, কত মানুষ কাজ পেয়েছেন আর কত টাকার ঋণ করা হয়েছে, তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

শিল্পের দাবিতে পদযাত্রা শুরু করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা-সহ আরও বহু সঙ্কট সামলে বিধানচন্দ্র রায় যদি শিল্পনগরী গড়তে উদ্যোগী হতে পারেন, সরকারে ৬ বছর পার করেও মমতা তা হলে জবাবদিহি করবেন না কেন? তাঁর কথায়, ‘‘বলা হচ্ছে, রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। তা হলে এত ঋণ করতে হচ্ছে কেন? গত কয়েক বছরে শিল্প সম্মেলনে কী হল? কত টাকার শিল্প হয়েছে, কত টাকা ঋণ করেছেন, এ সব তথ্য জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন অমিত মিত্র।’’ পাশাপাশিইরাজ্য সরকারের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘সিঙ্গুরের কারখানার শেড ডিনামাইট দিয়ে উড়িয়ে দিতে হল, এটাই কি রাজ্যের ভবিতব্য?’’

শিল্পযাত্রার প্রথম দিনে দমদম পার্ক থেকে সিঁথির মোড় পর্যন্ত মিছিল করেছে কংগ্রেস। কলকাতা লাগোয়া এই এলাকায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি উল্লেখ করার মতো নয়। তবু এ দিন পদযাত্রার শুরুতে যা সাড়া পাওয়া গিয়েছে, তাতে প্রদেশ নেতৃত্ব উজ্জীবিত। অধীরবাবুর মন্তব্য, ‘‘আমরা আন্দোলনেই থাকব।’’

কংগ্রেসের নেতারা এ দিন প্রশ্ন তুলেছেন, বহু ব্যয়ে শিল্প সম্মেলনের নিট ফল এবং বিভিন্ন এলাকায় তোলাবাজির দাপট নিয়ে। এর পরে শিল্প ও কর্মসংস্থান-সহ একগুচ্ছ দাবিতে রাজ্য জুড়ে পথে নামবে বাম গণসংগঠনগুলির যৌথ মঞ্চও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congess কংগ্রেস Protest Industry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE