নির্বাচন কমিশনের নথিতে ‘উলট পুরাণ’ থাকায় মৃত পঞ্চুবালা রূপ রায় গণনা-পত্র পেয়েছেন। কিন্তু তাঁর ছেলে বেহালার বাসিন্দা সুকদেব বেঁচে থাকলেও গণনা-পত্র পাননি।— এমনই অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস। দলের নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের বক্তব্য, “এখনও পর্যন্ত কমিশনের তরফে পরিবারটির সঙ্গে যোগাযোগ করা হয়নি।” এই সূত্রে কমিশনের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ তুলেছে কংগ্রেস। পাশাপাশি, ইলেক্টরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং ডেপুটি ইলেক্টরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ডিইআরও) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। কংগ্রেসের বক্তব্য, খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই সমস্যা চিহ্নিত করে দেওয়ায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সিইও দফতর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)