লোকসভায় কংগ্রেসের প্রাক্তন বিরোধী দলনেতা তথা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীকে নতুন দায়িত্ব দিল তাঁর দল। বিহারের বিধানসভা ভোটকে সামনে রেখে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ওই সদস্যকে সিনিয়র পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করল হাত শিবির।
শনিবার এআইসিসি- সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল জানিয়েছেন, বিহারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের নির্দেশে তিন প্রবীণ নেতাকে সিনিয়র পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে এক জন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর। বাকি দুই পর্যবেক্ষক রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত এবং ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল।
উল্লেখ্য, বিহারে বিধানসভা ভোটের মুখে গত সপ্তাহেই পটনায় দলের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে। বিহার কংগ্রেসের সদর দফতর ‘সদাকত আশ্রমে’ গত বুধবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে বিধানসভা নির্বাচনের আগে অসমের রাজনৈতিক পরিস্থিতির কথা তোলেন গৌরব গগৈ। তাঁর বক্তব্য ছিল, আগে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) নামে বিজেপি উত্তর-পূর্বের ওই রাজ্যে মেরুকরণের জিগির তুলেছিল। সেই সূত্র ধরে অধীর বলেছিলেন, জনবিন্যাস বদলের অভিযোগ এনে নতুন মোড়কে মেরুকরণের তত্ত্ব পেশ করতে চাইছে বিজেপি ও সঙ্ঘ পরিবার। ভোটের আগে বাংলা ও অসমে তারা এই অস্ত্র কাজে লাগাবে।
আরও পড়ুন:
গত লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্র থেকে অধীরকে প্রায় ৮৫ হাজার ভোটে পরাজিত করেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার, তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। পরাজয়ের পর অধীর বলেছিলেন, ‘‘বাংলার রাজনীতি ক্রমশ ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য বিপজ্জনক হয়ে উঠছে। উদার ও ধর্মনিরপেক্ষ শক্তি যারা আছে, তাদের জন্য নির্বাচন কঠিন হচ্ছে।’