ডেঙ্গি প্রতিরোধে পুরসভা ও রাজ্যের স্বাস্থ্য দফতরের ‘ব্যর্থতা’র প্রতিবাদে ফের পথে নামল কংগ্রেস। তাদের অভিযোগ, মানুষ আতঙ্কে ভুগলেও সরকার এখনও উদাসীন। এখনও তারা তথ্য গোপন করতে সক্রিয়। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে সোমবার লেক মার্কেটের সামনে জমায়েত হয়ে মিছিল করার পরিকল্পনা ছিল কলকাতার মেয়রের চেতলার বাড়ির দিকে। কিন্তু রাসবিহারী মোড়েই মশারি, খাট নিয়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায়, তপন আগরওয়াল, প্রশান্ত ঘোষ, সৌরভ প্রসাদ, জাহিদ হোসেনদের মিছিল আটকে দেয় পুলিশ। সেখানেই বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা-কর্মীরা।