Advertisement
১১ মে ২০২৪
Adhir Ranjan Chowdhury

সীমান্তে চিনা সেনার আগ্রাসন ঠেকাতে ব্যর্থ মোদী সরকার, অভিযোগ অধীরের

বিজেপি সাংসদ জন বার্লা এবং সৌমিত্র খাঁয়ের নতুন রাজ্যের দাবিরও বিরোধিতা করেছেন অধীর।

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী।

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৬:১৪
Share: Save:

চিনা সেনার আগ্রাসনের মোকাবিলা নরেন্দ্র মোদী সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর। বুধবার তিনি বলেন, ‘‘শুধু লাদাখ নয়, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড-সহ ৪ হাজার কিলোমিটার সীমান্ত জুড়ে চিনা ফৌজের ভুমিকা আমাদের মনে দুশ্চিন্তা তৈরি করেছে।’’

বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে বুধবার সাংবাদিক বৈঠকে অধীর বলেন, ‘‘লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ১৮ কিলোমিটার ঢুকে চিনা ফৌজ বসে আছে। অথচ কেন্দ্রীয় সরকার চুপ করে রয়েছে। কোনও পদক্ষেপ করছে না। ফলে চিন আরও আগ্রাসী হচ্ছে।’’

বিজেপি সাংসদ জন বার্লা এবং সৌমিত্র খাঁয়ের নতুন রাজ্যের দাবির বিরুদ্ধে সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর। বলেন, ‘‘বাংলায় বিজেপি দল একটা নতুন সংকীর্ণ রাজনীতি করার চেষ্টা করছে। এর আগে বাংলা ভাগ হয়েছে। আমাদের বিশ্বাস বাংলা আর ভাগ হবে না।’’

মঙ্গলবার রাতে এনসিপি প্রধান শরদ পওয়ারের বাড়িতে বিভিন্ন বিরোধী দলের নেতাদের বৈঠক প্রসঙ্গে অধীর বলেন, ‘‘কে, কোথায় মিটিং করছেন আমার জানা নেই। রাহুল গাঁধী বলেছেন, করোনার মোকাবিলা করতে হবে। মানুষের মধ্যে কোভিড সচেতনতা নিয়ে প্রচার করতে হবে। আমাদের এখন কোভিড মোকাবিলাই এক মাত্র লক্ষ্য।’’

রাজ্যপাল জগদীপ ধনখড় ও রাজ্যে সরকারের সঙ্ঘাত প্রসঙ্গে অধীর বলেন, ‘‘রাজ্যপালের বিরুদ্ধে রাষ্ট্রপতি কাছে আবেদন করা উচিত রাজ্যে সরকার এবং শাসক দলের। কিন্তু তৃণমূলের এত জন সাংসদ থাকা সত্ত্বেও রাষ্ট্রপতির কাছে গিয়ে কোনও আবেদন করা হয় না। খালি এখানে রাজ্যপালের বিরোধিতা করে বিবৃতি দেওয়া হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE