গুরুতর অসুস্থ কংগ্রেস নেতা সোমেন মিত্র। গতকালই দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত অসুস্থতার জন্য তাঁকে এইমস-এ ভর্তি করা হয়েছে। বেশ কয়েক দিন ধরেই তাঁর শারীরিক অসুস্থতা ছিল। শনিবার রাত থেকেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। রবিবার সকালে তাঁকে এইমস-এ নিয়ে যাওয়া হয়। এখন আইসিইউ-তে ভর্তি আছেন তিনি।চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। কবে তাঁকে ছাড়া হবে সেই বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র বলেছেন, ‘‘মূলত ফুসফুসের সংক্রমণ হয়েছে তাঁর। তবে কিডনিতেও জল জমে গিয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। প্রস্রাবের সমস্যার জন্য তিনি একটা ওষুধ খেতেন। কংগ্রেসের অধিবেশনে যোগ দেবেন বলে সম্প্রতি ওটা খাওয়া তিনি বন্ধ করেছিলেন। তাতেই কিডনিতে জল জমে যায়।’’