বিবাদী বাগ এলাকায় গত ২২ ফেব্রুয়ারি রিজ়ার্ভ ব্যাঙ্কের সামনে হওয়া অশান্তিতে মহিলাদের হেনস্থা করার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এই পরিস্থিতিতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোমবার প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে হেয়ার স্ট্রিট থানার সামনে বিক্ষোভ দেখানো হল। অমিতাভ জানিয়েছেন, তিন দিনের মধ্যে অভিযুক্তেরা গ্রেফতার না হলে, তাঁরা কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানাবেন। বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজ়হার মল্লিক, কংগ্রেসের সংখ্যালঘু শাখার রাজ্যের চেয়ারম্যান শামিম আখতার-সহ অন্যেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)