বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে সোমবার কলকাতার ম্যান্ডেভিল গার্ডেন্সে সিইএসসি-র দফতরের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। দেওয়া হয়েছে দাবিপত্রও। নেতৃত্বের অভিযোগ, ‘সিকিয়োরিটি জমার’ নাম করে বহু টাকা তোলা হচ্ছে। ‘কবে কমবে বিদ্যুতের দাম?’, এমন স্লোগানকে সামনে রেখে সরব হন কংগ্রেস নেতৃত্ব। তাঁরা ন্যূনতম ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার দাবি জানিয়েছেন। কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, দ্বারকা ঘোষ, ইমতিয়াজ আশরাফি, সুপ্রিয়া দাস, সাহেদা বানু-সহ অন্যেরা। বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে আজ, মঙ্গলবার ভিক্টোরিয়া হাউজ়ের সামনেও বিক্ষোভের ডাক দিয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)