মহাকুম্ভে যেতে গিয়ে দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে সামনে রেখে রবিবার শহরে পথে নামল কংগ্রেস। যাবতীয় অব্যবস্থার জন্য কেন্দ্র, উত্তরপ্রদেশের বিজেপি সরকার এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে নিশানা করেছে তারা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ঘটনায় আজ, সোমবার রাজ্যের সব স্টেশনে বিক্ষোভের ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, স্টেশনে স্টেশনে দলের যে বিক্ষোভ হবে, তাতে রেল অবরোধ বা মাধ্যমিক পরীক্ষার জন্য লাউডস্পিকারের ব্যবহার করা যাবে না। প্রদেশ সভাপতি শুভঙ্করের বক্তব্য, “যাঁরা মহাকুম্ভের পুণ্যার্থী, তাঁদের শ্মশানে পাঠানোর ব্যবস্থা করল যোগী সরকার! হাড় হিম করা ঘটনার পরেও মোদী-যোগী দায় নিতে চাইছেন না।” দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে রবিবার সন্ধ্যায় শামসুল হুদা রোডে দলের দফতর থেকে মোমবাতি মিছিল করেছেন নেতা-কর্মীরা। জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদের দাবি, “কুম্ভে কোটি কোটি লোককে আমন্ত্রণ করেছে সরকার। কিন্তু অতিরিক্ত ট্রেন কেন নেই? রেলের অব্যবস্থার দায় নিয়ে রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।”
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)