মহেন্দ্রলাল সরকারকে সভাপতি নির্বাচিত করে ১৮৮৮-তে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের পথ চলা শুরু। সেখান থেকে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের আমলে দলের পরিস্থিতি— অবিভক্ত বাংলা ও পশ্চিমবঙ্গে কংগ্রেসের ধারাবাহিক ইতিহাসকে নবীন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রকাশিত হল ‘বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস: শুরু থেকে আজ’ বইটি। লেখক, নির্মলকুমার ভদ্র। ভারতসভা হলে বুধবার বই-প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গে এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, প্রদেশ সভাপতি শুভঙ্কর, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য-সহ দলের নেতৃত্ব। লেখক জানিয়েছেন, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ২০০৯-এ বইটি লেখার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। বই-প্রকাশের লক্ষ্য সম্পর্কে প্রদীপ বলেছেন, “বর্তমানে কংগ্রেসকে দেখে এখনকার প্রজন্ম দুর্বল ভাবতে পারে। কিন্তু বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের দীর্ঘ ইতিহাস রয়েছে। সেখান থেকেই আজকের কংগ্রেস। তাই সংগঠনের শিকড় অনেক গভীরে রয়েছে। ফলে সাময়িক ভাবে দল কখনও দুর্বল হলেও, তার ভিত্তি ও ইতিহাস হারিয়ে যাবে না।” পাশাপাশি, রবীন্দ্রনাথ ঠাকুরের গানে অসমের বিজেপি সরকারের ‘কোপ’ বসানোর দিকে ইঙ্গিত করে শুভঙ্কর বলেছেন, “বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের একদা সভাপতি রবীন্দ্রনাথের গান আজ অপমানিত। কিন্তু বুদ্ধিজীবী সমাজ নীরব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)