Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Raj Bhavan

রাজভবনের বাইরে ধর্না

ঘণ্টাদুয়েক ধর্না চালানোর পরে রাজভবনের এই আশ্বাসে উঠে যান ছাত্র নেতারা।

রাজ ভবনের বাইরে ধর্ণা ছাত্র পরিষদের।—নিজস্ব চিত্র।

রাজ ভবনের বাইরে ধর্ণা ছাত্র পরিষদের।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২০ ০৫:২০
Share: Save:

করোনা পরিস্থিতির মধ্যে স্নাতক, স্নাতকোত্তর, প্রযুক্তি-সহ বিভিন্ন কোর্সের ছাত্র-ছাত্রীদের বিনা পরীক্ষায় উত্তীর্ণ করানো এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফি মকুবের দাবিতে রাজভবনের সামনে ধর্নায় বসল ছাত্র পরিষদ। তাদের দাবি নিয়ে দেখা করার জন্য কংগ্রেসের ছাত্র সংগঠনকে বুধবার সময় দেওয়া হয়েছিল রাজভবনের তরফে। কিন্তু রাজ্যপাল জগদীপ ধনখড় সেই সাক্ষাৎ বাতিল করায় রাজভবনের ফটকের সামনেই ধর্নায় বসে পড়েন ছাত্র নেতারা। রাজভবনের অনুরোধেও ধর্না প্রথমে ওঠেনি। পরে রাজভবনে ডেকে ছাত্র নেতাদের জানানো হয়, রাজ্যপাল এ দিনের তিনটি নির্ধারিত সাক্ষাৎই অনিবার্য কারণে বাতিল করেছেন। শীঘ্রই নতুন করে সময় দেওয়া হবে। ঘণ্টাদুয়েক ধর্না চালানোর পরে রাজভবনের এই আশ্বাসে উঠে যান ছাত্র নেতারা। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের বক্তব্য, ‘‘সরকার বলেছে, জুলাইয়ে কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার পরে পরীক্ষা হবে। কিন্তু একে করোনা, তার উপরে আমপান-এর পরে অনেক পড়ুয়াদের ঘরে এখনও বিদ্যুৎ নেই। এই অবস্থায় পরীক্ষার প্রস্তুতি সকলে কী ভাবে নেবে? তাই রাজ্যপাল তথা আচার্যের কাছে দাবি, তিনি সরকারের সঙ্গে কথা বলুন।’’ আপৎকালীন পরিস্থিতিতে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর দাবি খড়গপুর, মুম্বইয়ের আইআইটি-সহ বেশ কিছু প্রতিষ্ঠান মেনে নিয়েছে বলে জানান সৌরভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Raj Bhavan Chattro Parishad Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE