মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব ও অন্যান্য সমস্যার প্রসঙ্গ এ বার নির্বাচনী ইস্তাহারে তুলে ধরতে চায় কংগ্রেস। ইস্তাহার কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্যের নেতৃ্ত্বে কংগ্রেসের প্রতিনিধিদল ঠাকুরনগরে গিয়ে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বসে তাঁদের দাবির কথা শুনবেন। তার আগে বুধবার প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনে প্রাথমিক আলোচনায় বসেছিলেন মতুয়া সমাজের প্রতিনিধি সুকৃতি বিশ্বাস, সম্প্রতি ঠাকুরনগরে নিগৃহীত মতুয়া মহাসঙ্ঘের নেতা নান্টু (গোঁসাই) হালদার, উত্তর ২৪ পরগনা জেলা (গ্রামীণ) কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চট্টোপাধ্যায় এবং প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী। উত্তরবঙ্গ সফররত প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গেও তাঁদের কথা হয়েছে। ইস্তাহার কমিটির ভাইস চেয়ারম্যান অমিতাভের বক্তব্য, ‘‘নানা পক্ষের নানা রকম প্রতিশ্রুতির পরে মতুয়া সম্প্রদায়ের সমস্যা মেটেনি, তাঁরা আতঙ্কে আছেন। মতুয়াদের নাগরিকত্ব নিশ্চিত করার বিষয়ে উপযুক্ত জায়গায় সদর্থক পদক্ষেপের কথা এ বার কংগ্রেসের ইস্তাহারে গুরুত্ব দিয়েই রাখা হবে।’’ বিজেপি নেতৃত্ব অবশ্য বলছেন, নাগরিকত্ব সংক্রান্ত পদক্ষেপের এক্তিয়ার কেন্দ্রীয় সরকারের। নরেন্দ্র মোদীর সরকারই মতুয়াদের নাগরকিত্ব নিশ্চিত করবে। বাকিরা রাজনীতির স্বার্থে এ সব কথা বলছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ দিনই ঠাকুরনগরে দিয়ে মতুয়াদের একই আশ্বাস দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)