বিহারে রাহুল গান্ধীর নেতৃত্বে সদ্য হয়ে গিয়েছে ‘ভোটার অধিকার যাত্রা’। এ বার বাংলায় ‘ভোট অধিকার সম্মেলন’ করতে চলেছে কংগ্রেস। দলের দক্ষিণ ২৪ পরগনা (১) সাংগঠনিক জেলার মধ্যে যাদবপুরে আগামী ১৪ সেপ্টেম্বর হতে চলেছে এই মর্মে প্রথম সম্মেলন। তার পরে সব জেলায় এই পর্ব চলবে।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য, ‘‘বাংলায় বুথ লুট করে ভোট-ডাকাতির ইতিহাস আছে, তৃণমূল কংগ্রেসের জমানয় যা আরও তীব্র হয়েছে। আর বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকার কারচুপির মাধ্যমে ভোট-চুরি করছে। এই দু’টো বিষয়কে সামনে রেখেই আমাদের সম্মেলন হবে।’’
পাশাপাশি, ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধনের (এসআইআর) আগে বুথ লেভল এজেন্টদের (বিএলএ) প্রশিক্ষণের ব্যবস্থাও করতে চায় কংগ্রেস। এই সম্মেলন শুরুর আগে চলতি সপ্তাহে কংগ্রেসের এক গুচ্ছ বৈঠক রয়েছে। এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপালের উপস্থিতিতে আগামী ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় মৌলালি যুব কেন্দ্রে প্রদেশ কংগ্রেসের রাজনীতি বিষয়ক কমিটির সদস্যদের নিয়ে বৈঠক হওয়ার কথা। তার পরে ১২ ও ১৩ তারিখ দলের সদর দফতর বিধান ভবনে হবে প্রদেশ কংগ্রেসের পদাধিকারী, রাজনীতি বিষয়ক, নির্বাচন ও কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জেলা সভাপতিদের নিয়ে দু’দফায় বৈঠক। সেখানে থাকার কথা এআইসিসি-র সাধারণ সম্পাদক ও বাংলার পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)