বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধল কংগ্রেস কর্মী-সমর্থকদের। বিদ্যুতের বাড়তি মাসুলের প্রতিবাদে মঙ্গলবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে সিইএসসি-র সদর দফতর ভিক্টোরিয়া হাউজ় অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই অভিযানকে কেন্দ্র করেই ধর্মতলা চত্বরে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি বাধে কংগ্রেস নেতা-কর্মীদের। পরে কংগ্রেসের প্রতিনিধিরা সিইএসসি কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবি জানিয়ে এসেছেন।
অভিযানে শামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, শুভঙ্কর সরকার, তপন আগরওয়াল, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, জ়াহিদ হোসেন প্রমুখ। অমিতাভের বক্তব্য, ‘‘কার কাছ থেকে বিদ্যুৎ পরিষেবা নেবেন, সেটা বেছে নেওয়ার সুযোগ দেশের অন্য বড় শহরে মানুষের আছে। কিন্তু কলকাতায় বিদ্যুতের একচেটিয়া ব্যবসা। যারা সেটা চালাচ্ছে, তারা তৃণমূল কংগ্রেসের তহবিলে নির্বাচনী বন্ডে মোটা টাকা দিয়েছে। আমাদের কর্মীদের সাহস আছে, তাই তাঁরা বর্ধিত বিলের প্রতিবাদ করতে এসেছেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)