পুজোয় পাতে পড়তে চলেছে পদ্মার ইলিশ। রবিবার সন্ধ্যায় বাংলাদেশের বেনাপোল সীমান্তে পৌঁছে গিয়েছে ৬ ট্রাক-ভর্তি ইলিশ। বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার আধিকারিক আজিজুর রহমান জানিয়েছেন, প্রথম দিনে ২৪ টন ইলিশ পাঠানো হয়েছে। তবে কাগজপত্রে গন্ডগোলের জন্য সেই মাছ সীমান্ত পেরোতে পারেনি। কাল সেই জট ছাড়িয়ে তা ভারতে ঢুকবে বলে আশা করা হচ্ছে।
শেষ বার বাংলাদেশের ইলিশ এসেছিল ২০১২ সালে। এ বার দুর্গাপুজো উপলক্ষে শুধুমাত্র এ বাংলার জন্যই ৫০০ টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তবে প্রথম চালানই আটকে গেল।
ঢাকার বাণিজ্য দফতর সূত্রে জানানো হয়েছে, এক কিলোগ্রামের আশপাশে ওজন এমন মাঝারি সাইজের ইলিশ পাঠানো হচ্ছে ভারতে। দাম নির্ধারিত হয়েছে কিলোগ্রাম প্রতি ৬ ডলার। ঢাকার রফতানিকারীরা জানাচ্ছেন, ভারতীয় আমদানিকারীরা ভারতীয় মুদ্রার ৪০০ টাকা কিলোগ্রাম দরে মাছ কিনতে পারবেন। এর পরে দুই হাত ঘুরে এই মাছ ৬০০ টাকা দরে বাজারে বিক্রি হওয়া উচিত।