Advertisement
২৪ এপ্রিল ২০২৪

নিভৃতবাসে ৪৯ জন ডাক্তার-নার্স, স্বাস্থ্যকর্মী

পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করান।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ০৬:০২
Share: Save:

ভিন্‌ জেলার এক ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের শরীরে করোনার প্রমাণ মিলতেই ‘কোয়রান্টিন’-এ পাঠানো হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কাটোয়া মহকুমা হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের।

পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করান। উপসর্গ দেখে তাঁকে বর্ধমানের গাংপুরের ‘কোভিড-১৯’ হাসপাতালে স্থানান্তর করা হয়। দু’দিন আগে ওই বৃদ্ধের শরীরে করোনাভাইরাসের প্রমাণ মিলতেই বর্ধমান মেডিক্যল কলেজ হাসপাতাল ও কাটোয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন। বৃদ্ধের সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ‘কোয়রান্টিন’-এ পাঠানোর নির্দেশ দিয়েছেন সিএমওএইচ প্রণব রায়। রবিবার তিনি বলেন, “ওই রোগীর সংস্পর্শে আসার জন্য বর্ধমানের ৩১ জন ও কাটোয়ার ১৮ জনকে কোয়রান্টিন করা হয়েছে। তাঁদের দুই শহরের হোটেলে রাখা হয়েছে।’’

কাটোয়া মহকুমা হাসপাতাল সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ ১২ এপ্রিল ভর্তি হয়েছিলেন। পর দিন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার কুণালকান্তি দে বলেন, “ওই রোগী ১৬ এপ্রিল আমাদের হাসপাতালের বহির্বিভাগে দেখাতে এসেছিলেন। উপসর্গ মেলায় তাঁকে গাংপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Burdwan Medical College Coronavirus Quarantine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE