Advertisement
E-Paper

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ৪৫৪ জন, মৃত ১২

৩০ মে-র পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৮৫১ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ২১:৪৮
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬৯৮। তার মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫ হজার ৬৯৩। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১২ জনের। সব মিলিয়ে রাজ্যে ৪৬৩ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এর মধ্যে ২৮৭ জনেরই মৃত্যু হয়েছে কলকাতায়।
এই পরিসংখ্যান অনুযায়ী দু’সপ্তাহে দ্বিগুণের বেশি হল আক্রান্তের সংখ্যা! শুক্রবারই রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে হয় ১০ হাজার ২৪৪। গত ৩০ মে স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ১৩০ জন। অর্থাৎ গত ১৪ দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫ হাজার ১১৪ জন।
৩০ মে-র পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৮৫১ জন। সেই সংখ্যা শনিবারের বুলেটিন অনুযায়ী বেড়ে হয়েছে ৫ হাজার ৬৯৩। বৃদ্ধির সংখ্যা ২ হাজার ৮৪২। অর্থাৎ মোট আক্রান্তের মতোই প্রায় দ্বিগুণ হয়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের কর্তাদের ইঙ্গিত, ১ জুন থেকে কার্যত শিথিল হয়ে গিয়েছে লকডাউন। চলতে শুরু করেছে গণপরিবহণের একটা অংশ। পরিযায়ী শ্রমিকদের ফিরে আসা এবং তাঁদের সংক্রমণ যেমন একটা বড় কারণ রাজ্যে সংক্রামিতের সংখ্যা বৃদ্ধিতে, তেমনই অফিস-কাছারি খুলে যাওয়া এবং শহরে আগের মতোই মানুষের ভিড় সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ বলে স্বীকার করছেন স্বাস্থ্য কর্তারা।
৩০ মে কলকাতা শহরে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৩। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী শহরের আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫১৪। দু’সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৪৬১। অর্থাৎ গত দু’সপ্তাহে রাজ্যে মোট আক্রান্তের ২৮ শতাংশের বেশি আক্রান্ত হয়েছেন শহর কলকাতায়। শতাংশের হার আরও বাড়বে কলকাতা সংলগ্ন হাওড়া এবং উত্তর ২৪ পরগনার শহরাঞ্চলকে এই পরিধির মধ্যে ধরলে। শনিবার দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার শীর্ষ সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেও উঠে এসেছে দেশের মোট আক্রান্তের দুই তৃতীয়াংশই পাঁচ রাজ্যের বড় শহরগুলিতে। সেই পরিসংখ্যানের উল্লেখ করে রাজ্যের এক স্বাস্থ্য কর্তা ইঙ্গিত দেন, লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা শহরের মতো বড় শহরগুলোতে আক্রান্তের সংখ্যা বাস্তবেই লাফিয়ে বাড়বে।

আরও পড়ুন: আচমকা স্বাদ চলে যাওয়া, গন্ধ না পাওয়াও করোনার লক্ষণ, জানাল কেন্দ্র​

আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে দ্বিতীয় পুলিশ কর্মীর মৃত্যু কলকাতায়​


শনিবারের সরকারি বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫৪ জন। এর মধ্যে ৩১৭ জনই কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার। মৃত ৪৬৩ জনের মধ্যে ৪৩০ জনই এই চার জেলার। সবচেয়ে বেশি মৃত্যু কলকাতায়, ২৮৭ জনের। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৬৮.৭ শতাংশেরই কোমর্বিডিটি ছিল। অর্থাৎ তাঁরা বিভিন্ন জটিল রোগে আগে থেকেই আক্রান্ত ছিলেন। রাজ্য সরকার প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত রোগমুক্ত হয়েছেন ৪ হাজার ৫৪২ জন। রোগমুক্তির শতাংশ ৪২.৪৫। ১৪ দিন আগে রোগমুক্তির শতাংশ ছিল ৩৮.৪০। অর্থাৎ আগের তুলনায় রোগমুক্তও হচ্ছেন বেশি মানুষ।

Coronavirus COVID-19 West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy