Advertisement
০৪ মে ২০২৪
coronavirus covid-19

নিজামউদ্দিন যোগে নিউটাউনের কোয়রান্টিন ৩০০ জনেরও বেশি

সূত্রের খবর, হজ হাউসে থাকা বিদেশিদের মধ্যে ৩৪ জন ইন্দোনেশিয়ার নাগরিক। মায়ামারের নাগরিক রয়েছেন ২৫ জন। তাইল্যান্ডের বাসিন্দা ২১ জন। বাংলাদেশের নাগরিক রয়েছেন ১৯ এবং মালয়েশিয়ার ৯ জন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ২১:০০
Share: Save:

নিজামউদ্দিন যোগে এখনও পর্যন্ত ৩০৩ জনকে চিহ্নিত করে রাজারহাটের হজ হাউসে কোয়রান্টিনে পাঠালো রাজ্য সরকার। সূত্রের খবর, এঁদের মধ্যে মহিলা রয়েছেন ১২ জন।এঁদের প্রত্যেককেই চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখছেন বলে দাবি করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এখনও পর্যন্ত পাওয়া হিসাবে, হজ হাউসে থাকা ৩০৩ জনের মধ্যে ১৯৫ জন এ রাজ্যের বাসিন্দা। বিদেশি ধর্মপ্রচারক ১০৮ জন। এই ধর্ম প্রচারকেরা প্রত্যেকেই দিল্লির নিজামউদ্দিনের ধর্মসভায় যোগ দিয়েছিলেন গত মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে। রাজ্যের ১৯৫ জনের মধ্যে সরাসরি নিজামউদ্দিন-ফেরত এবং তাঁদের সংস্পর্শে থাকা ব্যক্তিরা রয়েছেন। এই ১৯৫ জনের মধ্যে বেশির ভাগই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।

সূত্রের খবর, হজ হাউসে থাকা বিদেশিদের মধ্যে ৩৪ জন ইন্দোনেশিয়ার নাগরিক। মায়ামারের নাগরিক রয়েছেন ২৫ জন। তাইল্যান্ডের বাসিন্দা ২১ জন। বাংলাদেশের নাগরিক রয়েছেন ১৯ এবং মালয়েশিয়ার ৯ জন।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, হলদিয়ায় কর্মরত বন্দরের এক চুক্তিভিত্তিক শ্রমিক যিনি নিজামউদ্দিন গিয়েছিলেন, তাঁর দেহে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গিয়েছে। তিনি চিকিৎসাধীন।

আরও পড়ুন: কলকাতার ফুটপাতেও এ বার করোনা হানা, ২ জন ভর্তি হাসপাতালে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, নিজামউদ্দিনের ধর্মসভার আয়োজকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রথমে তালিকা তৈরি করা হয়েছিল। পরে দেখা যায়, সম্পূর্ণ তালিকা আদৌ নেই আয়োজকদের কাছে। তার পরে কেন্দ্রীয় গোয়েন্দারা টাওয়ার ডাম্প পদ্ধতি অবলম্বন করেন। অর্থাৎ, ওই ধর্মসভা চলাকালীন নিজামউদ্দিন এলাকার মোবাইল টাওয়ার ব্যবহার করে কারা কারা ফোন করেছিলেন সেই তালিকা তৈরি করা হয়। সেই তালিকা থেকে পাওয়া যায় ওই মোবাইল নম্বরগুলির কাদের। সেই সূত্র ধরেই রাজ্যগুলিকে একটি বড় তালিকা পাঠানো হয়। সেই তালিকা দেখে রাজ্যকে দায়িত্ব দেওয়া হয় যাচাই করে দেখার, কারা নিজামউদ্দিনে যোগ দিতে গিয়েছিলেন। সূত্রের খবর, সেই তালিকায় এ রাজ্যের আরও কয়েকজনের নাম রয়েছে। তাঁদেরও চিহ্নিত করার কাজ চলছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন,feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE