সর্বোচ্চ তো বটেই। একই সঙ্গে এক দিনে কোভিড পজ়িটিভ রোগীর মৃত্যুর সংখ্যা ৫০ পেরিয়ে গেল সোমবার। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ২৭১৬ জনের দেহে কোভিডের অস্তিত্ব মিলেছে।
মৃত্যুর মাপকাঠিতে কলকাতা (২১) এবং উত্তর ২৪ পরগনায় (২১) এ দিন সমসংখ্যক কোভিড পজ়িটিভ রোগীর মৃত্যু হয়েছে। ওই দুই জেলায় নতুন করে আক্রান্ত যথাক্রমে ৭৫৬ ও ৫১০ জন। আক্রান্তের মাপকাঠিতে পরবর্তী তিনটি জেলা হল হাওড়া (১৮৫), দক্ষিণ ২৪ পরগনা (১৪৪) এবং হুগলি (৯১)। এ দিনের পর সুস্থতার হার হল ৭০.০৭%। ২৪ ঘণ্টায় বেড অকুপেন্সির হার ৩৭.৮৮% থেকে বেড়ে হয়েছে ৩৯.১৮ % ।
কলকাতার ও বেশ কয়েকটি জেলায় কোভিড হাসপাতালে শয্যা বৃদ্ধির সংখ্যা জানিয়ে এ দিন বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ভবন। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়ার পাশাপাশি যে সকল জেলায় ধারাবাহিক ভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, শয্যা বৃদ্ধির তালিকায় সেই সব জেলারই নাম রয়েছে। সম্প্রতি চারটি সিসিইউ বেড-সহ ১১০ শয্যার কোভিড ওয়ার্ড চালুর প্রস্তাব দিয়েছিল এনআরএসের রোগী কল্যাণ সমিতি। তাতে সিলমোহর দিয়ে কলকাতায় শয্যার অভাব পূরণের চেষ্টা করা হল বলে মনে করা হচ্ছে। উত্তর ২৪ পরগনায় সিএনসিআই রাজারহাটের শয্যা সংখ্যা ৪০০ থেকে বেড়ে হয়েছে ৪২৫। উত্তর ২৪ পরগনার অশোকনগর, নৈহাটি এবং ব্যারাকপুরে নতুন কোভিড হাসপাতাল চালুর কথা জানিয়ে নির্দেশিকা জারি করেছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।