রাজ্যে এক লাফে অনেকটাই নামল সক্রিয় করোনা রোগীর সংখ্যা। মঙ্গলবার যেখানে প্রায় ২০ হাজার সক্রিয় করোনা রোগী ছিল, বুধবার তা নেমে দাঁড়িয়েছে ১৫ হাজারের কাছাকাছি। দৈনিক সংক্রমণও কিছুটা কমেছে। বুধবার সন্ধ্যায় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লক্ষ ৪২ হাজার ৮৩০।
রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নামলেও উত্তর ২৪ পরগনা এবং কলকাতার কোভিড পরিস্থিতি কিন্তু ভাবাচ্ছে প্রশাসনকে। দৈনিক সংক্রমণ হোক বা মৃত্যু, এই দুই জেলা রাজ্যের মধ্যে শীর্ষ স্থানেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯৬ জন। কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪৭। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২০ জনের। কলকাতায় ১৭ জন। রাজ্য জুড়ে টিকাকরণ কর্মসূচি চলছে জোর কদমে। প্রাণহানি যাতে কমানো যায় তার জন্য দ্রুত টিকাকরণের ব্যবস্থা করছে রাজ্য। কিন্তু তার পরেও উত্তর ২৪ পরগনা এবং কলকাতাকে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ২ লক্ষ ৬০ হাজার ৬৪৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট ১ কোটি ৬৭ লক্ষ ৪ হাজার ৩৪ জন টিকা পেয়েছেন।
অন্য দিকে, রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যাও পর পর দু’দিন ১০০-র নীচে রইল। মঙ্গলবার সংখ্যাটা ছিল ৯৮। বুধবার আরও একটু কমে সেটা হয়েছে ৯৫। গোটা রাজ্যে মৃত্যুর সংখ্যা কমলেও, উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় দৈনিক মৃত্যুর সংখ্যাটা যথেষ্ট চিন্তায় রেখেছে প্রশাসনকে।
সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও কমছে একটু একটু করে। প্রতি দিন যত সংখ্যক মানুষের কোভিড টেস্ট হয় এবং তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। মঙ্গলবার যেখানে এই হার ছিল ৯.৭৮, বুধবার আর একটু কমে হয়েছে ৮.৪০। তবে দৈনিক সুস্থতার সংখ্যা মঙ্গলবারের তুলনায় কমে সাড়ে ১০ হাজার হয়েছে। দৈনিক পরীক্ষাও গত দু’দিনের তুলনায় বেড়েছে। বুধবার ৬৪ হাজার ৬৩৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।