Advertisement
২০ মে ২০২৪
Coronavirus in West Bengal

রাজ্যে সুস্থতার হার ৬২ শতাংশে পৌঁছল, নতুন আক্রান্ত ৩৭০, মৃত ১১

কলকাতায় মোট আক্রান্ত পাঁচ হাজার ছুঁই ছুঁই। মারা গিয়েছেন ৩৩৯ জন।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, রাজ্যে কোভিড-১৯ টেস্টের সংখ্যা বাড়ছে। —ফাইল চিত্র।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, রাজ্যে কোভিড-১৯ টেস্টের সংখ্যা বাড়ছে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ২০:৫১
Share: Save:

রাজ্যে সুস্থতার হার আরও বাড়ল। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩১ জন। এই সংখ্যা ধরে এখনও পর্যন্ত ৯ হাজার ২১৮ জন করোনাযুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার রাজ্য সরকারের বুলেটিনের তথ্য অনুযায়ী, সুস্থতার হার (ডিসচার্জ রেট) ৬২.৫৮ শতাংশ। রাজ্যে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭২৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৭০ জন। মারা গিয়েছেন ১১ জন।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, রাজ্যে কোভিড-১৯ টেস্টের সংখ্যা বাড়ছে। এক দিনে টেস্ট হয়েছে ৯৪২৩ জনের। মোট কোভিড-১৯ টেস্ট হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ২৭৭ জনের। ল্যাবরেটরির সংখ্যা বেড়ে হয়েছে ৪৯টি। ৭৭টি সরকারি হাসপাতালে করোনা চিকিৎসা হচ্ছে। বেসরকারি হাসপাতালের সংখ্যা ২৪টি।

কলকাতায় মোট আক্রান্ত পাঁচ হাজার ছুঁই ছুঁই। মারা গিয়েছেন ৩৩৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩ জন। হাওড়া এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। সেখানে ৩৪৮ জন আক্রান্ত। মারা গিয়েছেন ৫ জন। জলপাইগুড়িতে আক্রান্ত ৩১৬ জন, কোচবিহারে এই সংখ্যা ২৮৮।

আরও পড়ুন: মোদীবাবু পেট্রল বেকাবু: কেন্দ্রকে দলবদ্ধ আক্রমণ তৃণমূলের

আরও পড়ুন: করোনায় মৃত্যু ছাড়াল ১৪ হাজার, দেশে মোট আক্রান্ত ৪ লক্ষ ৪০ হাজার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in West Bengal Coronavirus COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE