২৪ ঘন্টার মধ্যেই রাজ্যে নতুন রেকর্ড গড়ল শতাংশের নিরিখে দৈনিক সুস্থতার হার। বুধবার তা ৯৭.৩ শতাংশ থাকলেও বৃহস্পতিবার বেড়ে হয়েছে ৯৭.৩২ শতাংশ।
সেই সঙ্গে সংক্রমণের হার ০.৯২ থেকে কমে হয়েছে ০.৮৯ শতাংশ। প্রসঙ্গত, প্রতি দিন যত সংখ্যক মানুষের কোভিড টেস্ট হয় এবং তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়।
আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার ফের ২০০-র গণ্ডি পার করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২০৬। তাকে ছাপিয়ে গিয়ে সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ৩০১। নতুন আক্রান্তদের সংখ্যার হিসেবে শীর্ষে কলকাতা (৫৮)। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (৫২)।