পশ্চিমবঙ্গে ১৮ বছরের বেশি বয়সির সংখ্যা ৭ কোটি ৯ লক্ষের বেশি। এঁদের মধ্যে প্রায় ৫০ লক্ষের দু’ডোজ় টিকাকরণ হয়েছে। কিন্তু জুলাই মাসে পশ্চিমবঙ্গের জন্য মাত্র ৯০ লক্ষের সামান্য বেশি কোভিড টিকার ডোজ় বরাদ্দ হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রের এই টিকা বরাদ্দ থেকেই স্পষ্ট, জুলাই মাসেও রাজ্যে টিকার আকাল বজায় থাকবে।
জুন মাসে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ১২ কোটি ডোজ় টিকা বরাদ্দ করেছিল কেন্দ্র। মোদী সরকারের স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলিকে চিঠি দিয়ে জানিয়েছে, জুলাই মাসের জন্যও সেই ১২ কোটি ডোজ়ই বরাদ্দ হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কোভিডের টিকাকরণ কর্মসূচির দায়িত্বে থাকা একাধিক কর্তাব্যক্তি বলেছেন, জুলাই বা অগস্ট মাস থেকে দিনে ১ কোটি করে টিকাকরণ সম্ভব হবে। অন্তত জুলাই মাস থেকে যে তা হচ্ছে না, তা স্পষ্ট। কারণ, মাসে ১২ কোটি টিকার ডোজ় হাতে নিয়ে দিনে ১ কোটি করে টিকাকরণ সম্ভব নয়।
একই পরিস্থিতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও। পশ্চিমবঙ্গে ৩০ জুন সকাল ৭টা পর্যন্ত হিসেব অনুযায়ী, ২ কোটি ১৭ লক্ষ ১২ হাজারের কিছু বেশি টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ় টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৬৭ লক্ষ ২৯ হাজারের মতো। দ্বিতীয় ডোজ় টিকা পেয়েছেন, এমন মানুষের সংখ্যা মাত্র ৪৯ লক্ষ ৮২ হাজারের কিছু বেশি। এদিকে কেন্দ্রের আনুমানিক হিসেব অনুযায়ী, রাজ্যে ৭ কোটি ৯ লক্ষর বেশি মানুষ রয়েছেন, যাঁদের বয়স ১৮ বছরের বেশি। অর্থাৎ, তাঁদের মধ্যে প্রায় ৬ কোটি ৬০ হাজার মানুষের সম্পূর্ণ টিকাকরণ এখনও বাকি। প্রায় ৫ কোটি ৪২ লক্ষ মানুষ কোনও টিকাই পাননি।