Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Hajj

বাতিল হতে চলেছে হজ, টাকা সুরক্ষিতই

রাজ্য হজ কমিটি সূত্রের খবর, আবেদনকারীরা এখন হজ হাউসে টাকা ফেরতের জন্য ফোন করছেন।

নিয়মমাফিক হজের আবেদনকারীদের মার্চ মাস থেকে প্রশিক্ষণ ও ভ্যাকসিন দেওয়ার কথা। কিন্তু এপ্রিল শেষ হতে চললেও কিছুই চালু হয়নি বলে জানিয়েছে রাজ্য হজ কমিটি। ছবি: সংগৃহীত।

নিয়মমাফিক হজের আবেদনকারীদের মার্চ মাস থেকে প্রশিক্ষণ ও ভ্যাকসিন দেওয়ার কথা। কিন্তু এপ্রিল শেষ হতে চললেও কিছুই চালু হয়নি বলে জানিয়েছে রাজ্য হজ কমিটি। ছবি: সংগৃহীত।

মেহবুব কাদের চৌধুরী
কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০৫:১৩
Share: Save:

চলতি বছরে হজ যাত্রা বাতিল হতে চলেছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি শনিবার দুপুরে দিল্লি থেকে ফোনে বলেন, ‘‘সৌদি সরকার চলতি বছরের হজ যাত্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও আমরা এ বার হজযাত্রা অসম্ভব বলে ধরে নিয়েছি। সারা পৃথিবী জুড়ে বিমান চলাচল বন্ধ। মানুষ ঘরবন্দি। এখন হজের কথা ভাবাই যাচ্ছে না।’’

রাজ্য হজ কমিটির তরফে জানানো হয়েছে, জুন মাসের শেষে সৌদি আরবের উদ্দেশে কলকাতা থেকে প্রথম উড়ান রওনা হওয়ার কথা ছিল। নিয়মমাফিক হজের আবেদনকারীদের মার্চ মাস থেকে প্রশিক্ষণ ও ভ্যাকসিন দেওয়ার কথা। কিন্তু এপ্রিল শেষ হতে চললেও কিছুই চালু হয়নি বলে জানিয়েছেন রাজ্য হজ কমিটির সদস্য এ কে এম ফারহাদ। তাঁর কথায়, ‘‘ভ্যাকসিন ও প্রশিক্ষণ প্রদান এত দিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল।’’

রাজ্য হজ কমিটির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মহম্মদ নকি বলেন, ‘‘এ বার হজ যাত্রার করুণ অবস্থা। আমরা যাবতীয় আশা ছেড়ে দিয়েছি।’’ চলতি বছরে রাজ্য থেকে ৭৫৭৪ জন হজের জন্য আবেদন করেছেন। এঁদের সকলেই প্রথম কিস্তির ৮১ হাজার টাকা জমা করেছেন। দ্বিতীয় কিস্তির এক লক্ষ এক হাজার টাকা ১৫ মার্চের মধ্যে জমা করার কথা ছিল। করোনা পরিস্থিতির জন্য দ্বিতীয় কিস্তির টাকা জমা দেওয়ার তারিখ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য ওই টাকা নেওয়াও বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশ কড়া হতেই ভিড় কমছে রাস্তায়

রাজ্য হজ কমিটি সূত্রের খবর, আবেদনকারীরা এখন হজ হাউসে টাকা ফেরতের জন্য ফোন করছেন। হজ কমিটির আধিকারিক নকি বলেন, ‘‘সমস্ত হজপ্রার্থীর কাছে বিনীত আবেদন, টাকা খোওয়ানোর চিন্তায় কেউ আতঙ্কিত হবেন না। সমস্ত হজপ্রার্থী সময়ে টাকা ফেরত পাবেন। বা আগামী বছরের হজের জন্য তাঁদের দেওয়া টাকা সুরক্ষিত থাকবে। এই মুহূর্তে আমরা নিউটাউনে কোয়রান্টিন সেন্টার নিয়ে ব্যস্ত। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে হজপ্রার্থীর আবেদন নিয়ে ভাবা যাবে।’’

আরও পড়ুন: করোনা-আক্রান্ত অফিসার, সাহস দিতে থানায় সিপি

ফি বছর ইদুজ্জোহার সময়ে মক্কায় হজ করতে যান বিশ্বের প্রায় তিরিশ লক্ষ মুসলিম। ভারত থেকে সংখ্যাটা প্রায় দু’লক্ষ। রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা সাংসদ নাদিমুল হক বলেন, ‘‘মক্কা ও মদিনায় এত লক্ষ লক্ষ মানুষের সমাবেশ এই পরিস্থিতিতে সম্ভব নয়। এ বার হজ যাত্রা বাতিল হতে বাধ্য।’’ পার্ক সার্কাসের বাসিন্দা আরশাদ হাসান বলেন, ‘‘হজে যাওয়ার স্বপ্ন করোনা কেড়ে নিল। জমা দেওয়া ৮১ হাজার টাকা কবে ফেরত পাব জানি না।’’ তিলজলার বৃদ্ধ মহম্মদ রিজওয়ান হজে যাবেন বলে দীর্ঘদিন ধরে টাকা জমিয়েছেন। ক্ষুদ্র ব্যবসায়ী রিজওয়ানের আফসোস, ‘‘হজের সাধ মনে হয় অপূর্ণই রয়ে গেল।’’


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hajj Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE