রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৭। সেই সঙ্গে মঙ্গলবার নতুন করে গৃহ-পর্যবেক্ষণে গেলেন ১০ হাজার ৩১৩ জন। মৃতের সংখ্যাও বেড়ে হল তিন।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সোমবার গভীর রাতে হাওড়া জেলা হাসপাতালে মারা গিয়েছেন শালকিয়ার বাসিন্দা এক মহিলা। তিনি জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। তাঁর লালরসের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। মৃত্যুর পর সেই রিপোর্ট এসেছে। জানা যায়, তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বেলঘরিয়ার এক প্রৌঢ়ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেলেঘাটা হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘন্টায় রাজ্যে আরও তিন জনের শরীরে করোনার প্রমাণ মিলেছে। পশ্চিম মেদিনীপুরে দাসপুরের এক যুবক করোনা আক্রান্ত হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন। তাঁর সঙ্গে মুম্বই-যোগ রয়েছে বলে জানা গিয়েছে। এ ছাড়া সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। টালিগঞ্জের ৫২ বছর বয়সি এক বাসিন্দা ঢাকুরিয়ার অন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সব মিলিয়ে রাজ্য এখনও পর্যন্ত ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।