সামান্য কমল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। যদিও টেস্ট কম হয়েছে। সংক্রমণের হার নেমেছে মাত্র দশমিক এক শতাংশ। তবে সুস্থতার হার টানা ঊর্ধ্বমুখী। মোটের উপর সংক্রমণেরে এই প্রবণতা একনও স্বস্তি দেওয়ার মতো নয় বলেই বিশ্লেষণ বিশেষজ্ঞদের।
রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯২০ জন। শনিবার এই সংখ্যা ছিল ৮ জন বেশি অর্থাৎ ৩ হাজার ৯২৮। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৫ হাজার ৩১৪। ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ সবচেয়ে বেশি কলকাতায়— ৮১৩ জন। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন।
মৃতের সংখ্যাতেও শীর্ষে কলকাতা। এ দিনের বুলেটিন অনুযায়ী মহানগরে মৃত্যু হয়েছে ১৬ জনের। উত্তর ২৪ পরগনায় ১১ জন, হাওড়ায় ১০ জন, নদিয়ায় ৭ জন-সহ সব জেলা মিলিয়ে ২৪ ঘণ্টায় রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৫৯ জনের। এই নিয়ে রাজ্যে কোভিডের বলি হলেন ৭ হাজার ২৯৪ জন।