ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক তরজা যত গড়িয়েছে, তত চাপ বেড়েছে জেলা প্রশাসনগুলির উপর। রাজনৈতিক দলের কর্মীরা তো বটেই, জেলা প্রশাসনিক নির্বাচনী দফতরগুলিতে ভিড় বেড়েছে সাধারণ মানুষের। তবে প্রশাসনিক সূত্রের খবর, ভোটার কার্ড নম্বরের গোড়ায় থাকা তিন অক্ষরের সিরিজ়-বিভ্রাটের সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁদের সেই সমস্যা ধরা পড়েছে, তাঁদের নামের তালিকা প্রস্তুত করছে জেলা প্রশাসনগুলি।
সংশ্লিষ্ট ব্যাখ্যায় ভোটার কার্ডে থাকা নম্বরের প্রথম তিনটি অক্ষর সিরিজ় হিসেবে ধরা হয়। একটি বিধানসভার জন্য একটি সিরিজ় কার্যকর থাকে। যার ভিত্তিতে ভোটার কার্ডের বাকি নম্বর পান ভোটারেরা। অভিযোগ, এ রাজ্যের কোনও বিধানসভার সিরিজ়ের সঙ্গে অন্য রাজ্যের কোনও এলাকার সিরিজ় মিলে যাচ্ছে। প্রশাসনিক সূত্রের দাবি, তা থেকেই জন্ম নিয়েছে ভোটার তালিকায় ‘জল’ থাকার বিতর্কটি, যা প্রধানত রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে।
জেলা প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন, তাঁদের কাছে এমন যে অভিযোগগুলি আসছে, তার ভিত্তিতে তালিকা তৈরি হচ্ছে। সেটি পাঠানো হবে নির্বাচন কমিশনে। কমিশন পরে তা নিয়ে পদক্ষেপ করবে। এক জেলা-কর্তার কথায়, “এতে ভোটারের ভোটাধিকার বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই। কমিশন নতুন পদ্ধতিতে এই সংশোধন করবে বলেই মনে হয়। তাতে যাঁদের গোলমাল ধরা পড়েছে, তাঁরা হয়তো নতুন ভোটার কার্ড নম্বর পাবেন।” সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, আগে এক একটি রাজ্যে নির্দিষ্ট সিরিজ় নির্ধারিত থাকত। কোনও সময়ে সফটওয়্যারের সমস্যার কারণে হয়তো কয়েকটি রাজ্যের সিরিজ় মিশে যায়। তা থেকেই এই সমস্যা।
দিল্লির নির্বাচন সদনের তরফে বিবৃতিতে এর মধ্যে জানানো হয়েছে, পদ্ধতি সংশোধন ছাড়াও, ইউনিক নম্বরও দেওয়া হবে। কমিশনের এক কর্তার কথায়, “২৯৪টি কেন্দ্রের সিরিজ় পৃথক। সেটার সঙ্গে অন্য কোথাও থাকা সিরিজ় মিলে যেতে পারে। নির্বাচন সদন সংশোধনমূলক পদক্ষেপের কথা জানিয়েছে। তবে সিরিজ় মিললেও পার্ট নম্বর বা সিরিয়াল নম্বর এক হবে না। ফলে একের ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছেন, কার্যক্ষেত্রে তা সম্ভব নয়।”
মঙ্গলবারই নির্বাচনী আধিকারিকদের নিয়ে দু’দিনের বৈঠক শুরু করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর নির্দেশ, সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে জেলা নির্বাচনী আধিকারিক, জেলাশাসক এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও)। যথাযথ প্রশিক্ষণ দিতে হবে বুথ লেভেল অফিসারদেরও (বিএলও)। ভোটার তালিকা সংশোধনের দিক থেকে এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)