Advertisement
E-Paper

কয়লা মামলায় ছুঁতে না পেরে এসএসসি মামলায় এত ডাকাডাকি! এ বার প্রকাশ্যে তোপ অভিষেকের

শুক্রবারের কর্মসূচি থেকে নিজের কেন্দ্রে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন অভিষেক। গত বার তাঁর জয়ের ব্যবধান ছিল তিন লক্ষ ২১ হাজার। ২০২৪-এ সেই ব্যবধান চার লক্ষাধিক চান তিনি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ১৭:৩৯
Abhishek Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —সংগৃহীত।

কয়লা পাচার মামলায় তাঁকে ছুঁতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ও তাঁর পরিবারকে ডাকাডাকি করা হচ্ছে বলে দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত ফলতার ফতেপুর মাঠে বস্ত্র বিতরণ কর্মসূচি ছিল অভিষেকের। সেখানে তিনি বলেন, ‘‘৩৬ মাস আগে আমি যে কথা বলেছিলাম, আজকেও আমি তাতে অনড়। এক পয়সা দুর্নীতির অভিযোগ আমার বিরুদ্ধে প্রমাণ করতে পারবে না।’’

২০২০ সালের নভেম্বরে অভিষেককে কয়লা পাচার মামলায় ডাকাডাকি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় অভিষেকের হাজিরা কোথায় হবে, দিল্লিতে না কলকাতায়, তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ইডিকে নির্দেশ দেয়, অভিষেককে ডাকতে হলে কলকাতাতেই ডাকতে হবে। তৃণমূলের সেনাপতি শুক্রবার বলেন, ‘‘ওই মামলাতে ছুঁতে না পেরে আমায় এখন এসএসসি মামলায় ডাকাডাকি করছে। শুধু আমাকে নয়। আমার স্ত্রী, বাবা, মা— কাউকে বাদ দিচ্ছে না। আমি আবার বলছি। আমার অবস্থান এক। আমার বিরুদ্ধে এক পয়সার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না। গলা কেটে দিলেও তৃণমূল জিন্দাবাদ আর জয় বাংলা বার হবে।’’

অভিষেকের দাবি, এই বস্ত্র বিতরণ কর্মসূচি নির্ধারিত ছিল বৃহস্পতিবার। কিন্তু তাঁকে ইডি তলব করায় তাঁকে কর্মসূচি পিছিয়ে দিতে হয়। সেই প্রসঙ্গেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘যে দিন কর্মসূচি থাকছে, সে দিনই আমায় ডাকছে। এর আগে ১৩ সেপ্টেম্বর ডেকেছিল। সে দিন দিল্লিতে ‘ইন্ডিয়া’র (সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট) সমন্বয় কমিটির বৈঠক ছিল। সে দিন আমায় ডেকেছিল। বৈঠকে না গিয়ে আমি হাজিরা দিতে গিয়েছিলাম। তার পর ৩ অক্টোবর দিল্লিতে যে দিন আমাদের বকেয়া আদায়ের দাবিতে কর্মসূচি ছিল, সে দিন হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছিল। সে দিন আমি যাইনি। কারণ বাংলার মানুষের অধিকার আদায় আমার কাছে বড় ছিল। তার পর যখন আমি রাজভবনের সামনে ধর্না কর্মসূচি করছি, তখন আবার ডেকে পাঠায়।’’

তৃণমূল সাংসদ স্পষ্টই বলেন, বিজেপি তাঁর সঙ্গে রাজনৈতিক ভাবে লড়তে না পেরে তদন্তকারী সংস্থা দিয়ে হেনস্থা করাচ্ছে। বিজেপির উদ্দেশে অভিষেক বলেন, ‘‘২০১৯ সালে বিজেপির দিল্লির নেতারা এসে বলেছিল, আমতলায় আমার সাংসদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেবে। সেই কার্যালয় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আজও খোলা রয়েছে। কিন্তু বিজেপি কোনও পার্টি অফিস করতে পারেনি। নেতাদের এসে হোটেল বা গেস্ট হাউসে বৈঠক করতে হয়।’’

শুক্রবারের কর্মসূচি থেকেই নিজের কেন্দ্রে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন অভিষেক। গত বার তাঁর জয়ের ব্যবধান ছিল তিন লক্ষ ২১ হাজার। ২০২৪-এ সেই ব্যবধান চার লক্ষ পার করার ব্যাপারে দলের কর্মীদের আহ্বান জানিয়েছেন অভিষেক।

Abhishek Banerjee Coal Scam West Bengal SSC Scam diamond habour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy