Advertisement
১৯ মে ২০২৪

সুদীপের জামিনের শুনানি ফের পিছোল

বেআইনি অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক কেলেঙ্কারির মামলায় ধৃত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হল না মঙ্গলবারেও।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ০৪:০১
Share: Save:

বেআইনি অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক কেলেঙ্কারির মামলায় ধৃত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হল না মঙ্গলবারেও। এক দফা পিছোনোর পরে এ দিন ওই শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আবার তা পিছিয়ে দেওয়া হয়েছে। ভুবনেশ্বর হাইকোর্টের বিচারপতি জে পি দাসের এজলাসে আগামী সপ্তাহে ওই শুনানি হবে বলে আদালত সূত্রের খবর।

তবে মঙ্গলবারেই ওই বিচারপতির এজলাসে সিবিআইয়ের পেশ করা চার্জশিটের ভিত্তিতে সওয়াল করেন সুদীপের আইনজীবীরা।
গত শুক্রবার ভুবনেশ্বরে সিবিআইয়ের বিশেষ আদালতে সুদীপ এবং এই মামলায় অন্যতম অভিযুক্ত, তৃণমূল সাংসদ তাপস পালের বিরুদ্ধে ওই চার্জশিট পেশ করেছে সিবিআই।

এ দিন সুদীপের আইনজীবীরা সওয়ালে বলেন, ‘‘সিবিআইয়ের তদন্তে কোনও রকম অগ্রগতি নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পরে আর কোনও অতিরিক্ত অভিযোগ দায়ের করতে পারেনি ওই কেন্দ্রীয় তদন্ত সংস্থা। আমাদের মক্কেল গুরুতর অসুস্থ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি প্যানক্রিয়াটাইটিসের মতো জটিল রোগে আক্রান্ত। সম্প্রতি তাঁর জটিল হৃদ্‌রোগও ধরা পড়েছে। প্রায় চার মাস তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দিনের পর দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।’’ এই অবস্থায় সাংসদের জামিন মঞ্জুর করার আবেদন জানান আইনজীবীরা।

আদালত সূত্রের খবর, সুদীপের আইনজীবীদের সওয়াল শোনার পরে বিচারপতি জানিয়ে দেন, আগামী সোমবার সিবিআইয়ের বক্তব্য শোনার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সুদীপের স্ত্রী,
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘‘সিবিআইয়ের হাতে ওর (সুদীপ) বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণই নেই। অযথা অসুস্থ সুদীপকে আটকে রাখা হয়েছে। এ দিন ইচ্ছাকৃত ভাবেই সিবিআইয়ের কোনও আইনজীবী ভুবনেশ্বর হাইকোর্টে জামিন-মামলায় সওয়াল করলেন না।’’

তবে সিবিআইয়ের দাবি, সুদীপের জামিনের আবেদনের প্রতিলিপি ঠিক সময়ে তাদের হাতে পৌঁছয়নি বলেই এ দিন সওয়াল করা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sudip Bandyopadhyay Rose Valley
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE