দোষ কবুল করেছিল বুধবার। বৃহস্পতিবার সেই তিন জামাত-উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিকে আট বছর কারাদণ্ড দিলেন নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়। ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। সাজাপ্রাপ্ত তিন জনের নাম নূর আলম মোমিন, পয়গম্বর শেখ এবং আমেদ আলি। বাড়ি মুর্শিদাবাদের সমশেরগঞ্জে।
দেশদ্রোহমূলক কাজকর্ম-সহ নানা অপরাধের অভিযোগে ২০২০ সালে নূর, পয়গম্বর, আমেদ-সহ ২১ জন জেএমবি সদস্যকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। দেশদ্রোহিতা, ষড়যন্ত্র, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, বিস্ফোরক আইন-সহ নানা আইনে মামলা করা হয়। তাদের মধ্যে এক জন আগে খুনের মামলায় ফাঁসির সাজা পেয়ে বাংলাদেশের জেলে বন্দি ছিল। জেল ভেঙে সে পালিয়ে যায়। তদন্তে জানা যায়, ধৃতদের মধ্যে কয়েক জন বিহারের বুদ্ধগয়ায় বোমা বিস্ফোরণের সঙ্গেও যুক্ত। সেই মামলায় কয়েক জনের সাজা হয়েছিল। এই মামলায় এর আগে ন’জন জঙ্গি আদালতে দোষ কবুল করে কারাদণ্ড পেয়েছে। এ বার দোষ কবুল করে সাজা পেল আরও তিন জঙ্গি।
বুধবার আদালতে নূর, পয়গম্বর ও আমেদ বলে, “দোষ স্বীকার করছি। অন্যায় করেছি। আর করব না।” মামলার সরকারি আইনজীবী গণেশ মাইতি বলেন, “মুখ্য বিচারক বিষয়টি নিয়ে আরও এক বার ভেবে তাদের আজ জানাতে বলেছিলেন। এ দিনও তিন জন দোষ কবুল করে নেওয়ায় মুখ্য বিচারক তাদের সাজা শোনান। ২১ জনের মধ্যে ১২ জন দোষ স্বীকার করে নিল। বাকি ন’জন অভিযুক্তের বিরুদ্ধে শুনানি চলবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)