Advertisement
৩০ এপ্রিল ২০২৪

পুরসচিবের হলফনামা চাইল কোর্ট

আদালত নির্দেশ দিয়েছিল। তা সত্ত্বেও কাঁথি পুরসভার এক অস্থায়ী কর্মীকে কেন স্থায়ী পদে নিযুক্ত করা হয়নি, সেই প্রশ্ন তুলে রাজ্যের পুরসচিব ভগবতীপ্রসাদ গোপালিকাকে সেই বিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ০৩:১৪
Share: Save:

আদালত নির্দেশ দিয়েছিল। তা সত্ত্বেও কাঁথি পুরসভার এক অস্থায়ী কর্মীকে কেন স্থায়ী পদে নিযুক্ত করা হয়নি, সেই প্রশ্ন তুলে রাজ্যের পুরসচিব ভগবতীপ্রসাদ গোপালিকাকে সেই বিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর পুরসচিবকে নির্দেশ দিয়েছেন, আগামী ২৮ অগস্টের মধ্যে ওই হলফনামা পেশ করতে হবে।

সরকার পক্ষের কৌঁসুলি বিকাশকুমার মুখোপাধ্যায় জানান, গোপালকৃষ্ণ দাস নামে ওই কর্মী তাঁকে স্থায়ী পদে নিযুক্ত করার

দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেন। কিছু দিন আগে বিচারপতি অশোক দাস অধিকারী নির্দেশ দেন, অস্থায়ী পদে গোপালবাবু কত দিন চাকরি করেছেন এবং ওই পুরসভায় শূন্য পদের সংখ্যা কত, তা খতিয়ে দেখে তাঁকে স্থায়ী পদে নিয়োগের বিষয়টি বিবেচনা করতে হবে।

কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ। তাই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আদালত অবমাননার মামলা দায়ের করেন গোপালবাবু। স্থায়ী পদে ওই কর্মীর নিযুক্তি নিয়ে এর আগে আদালতে মুচলেকাও দিয়েছিল পুর দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Court municipal secretary kanthi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE