Advertisement
০৪ মে ২০২৪

সুদীপের জামিন নিয়ে আজ শুনানি

চার্জশিটের প্রতিলিপি পাননি অভিযুক্তদের আইনজীবীরাই। তাই ভুবনেশ্বর হাইকোর্টে রোজ ভ্যালি কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি এক দিন পিছিয়ে গেল। আজ, মঙ্গলবার ওই আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০১৭ ০৩:১২
Share: Save:

চার্জশিটের প্রতিলিপি পাননি অভিযুক্তদের আইনজীবীরাই। তাই ভুবনেশ্বর হাইকোর্টে রোজ ভ্যালি কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি এক দিন পিছিয়ে গেল। আজ, মঙ্গলবার ওই আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালিতে ব্যাপক আর্থিক অনিয়মের মামলায় সুদীপ ছাড়াও তৃণমূল সাংসদ তাপস পাল, রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু এবং একটি সংস্থার বিরুদ্ধে শুক্রবার ভুবনেশ্বর আদালতে চার্জশিট দাখিল করে সিবিআই। আদালতের খবর, দুই সাংসদই রোজ ভ্যালির কাছ থেকে নানা ভাবে আর্থিক ও পরিষেবামূলক সুবিধা নিয়েছেন বলে চার্জশিটে অভিযোগ করা হয়েছে। সিবিআইয়ের তদন্তকারীরা জানান, নানান সুবিধার বিনিময়ে সংসদীয় জনপ্রতিনিধির ক্ষমতা প্রয়োগের মাধ্যমে অনৈতিক ভাবে রোজ ভ্যালি সংস্থাকে সরকারি-বেসরকারি সুবিধা পাইয়ে দিয়েছেন ওই দুই সাংসদ।

আরও খবর: পানীয় জলের তীব্র অভাব সুন্দরবনে

সিবিআই গত শুক্রবার ভুবনেশ্বর আদালতে চার্জশিট পেশ করা সত্ত্বেও সোমবার পর্যন্ত অভিযুক্তদের কৌঁসুলিরা তার প্রতিলিপি পাননি। সুদীপের আইনজীবীরা এ দিন ভুবনেশ্বর হাইকোর্টে বলেন, ‘‘চার্জশিটের প্রতিলিপি এখনও হাতে আসেনি। ওই চার্জশিটের ভিত্তিতেই জামিনের আবেদনের শুনানি হবে। তাই ওই চার্জশিট পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। সেই সময় দেওয়া হোক। চার্জশিটের প্রতিলিপি যাতে পাওয়া যায়, দেওয়া হোক সেই নির্দেশও।’’ সুদীপের আইনজীবীদের আবেদন মঞ্জুর করে বিচারপতি জানিয়ে দেন, মঙ্গলবার শুনানি হবে।

সুদীপের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় এ দিনই জানান, পরে ওই চার্জশিটের প্রতিলিপি পেয়ে আইনজীবীরা তা পর্যালোচনা করছেন। পিছিয়ে যাওয়া শুনানিতে যোগ দেবেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sudip Bandyopadhyay Bail Rosevalley Scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE