রাজ্যে বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ। ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে রাজ্যে কোভিড বিধিনিষেধ। এমনই জানিয়েছে নবান্ন। তবে এ বার বিয়ে ও মেলা সংগঠনে কিছু ছাড় দেওয়া হয়েছে।
নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
বিয়েবাড়ি সংক্রান্ত অনুষ্ঠানে একই সময় সর্বোচ্চ ২০০ জন কিংবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ্যার অর্ধেক, এর মধ্যে যেটা কম, সেই সংখ্যক মানুষ একই সময় উপস্থিত থাকতে পারবেন।