E-Paper

ত্রাণ সংগ্রহে সিপিআই-ও

ছিলেন সিপিআইয়ের জেলা নেতৃত্বও। হকার, দোকানদার থেকে শুরু করে পথচারীরা বন্যা-ত্রাণে পাশে দাঁড়িয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ০৯:০৬
উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহে সিপিআই নেতারা।

উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহে সিপিআই নেতারা। নিজস্ব চিত্র ।

উৎসবের মরসুমে উত্তরবঙ্গে দুর্গতদের জন্য রাজ্য জুড়ে ত্রাণ সংগ্রহে নেমেছে বাম দলগুলি। সিপিএমের পাশাপাশি কলকাতার নানা প্রান্তে ত্রাণ সংগ্রহ করছে বামফ্রন্টের শরিক সিপিআই-ও। দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার শিয়ালদহে ত্রাণ সংগ্রহ করা হয়েছে। সিপিআইয়ের কলকাতা জেলা সম্পাদক প্রবীর দেবের নেতৃত্বে ধর্মতলা, নিউ মার্কেটেও একই কাজ করেছেন দলের নেতা-কর্মীরা। ছিলেন সিপিআইয়ের জেলা নেতৃত্বও। হকার, দোকানদার থেকে শুরু করে পথচারীরা বন্যা-ত্রাণে পাশে দাঁড়িয়েছেন। ত্রাণ সংগ্রহে বেরিয়ে রবিহার ভাঙড়ে আক্রান্ত হয়েছিলেন সিপিএনের নেতা-কর্মীরা। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। সেই ঘটনার সূত্রে এ দিন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘তৃণমূলের সিপিএম-কে এত ভয় কেন! তৃণমূল কখনও মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ায় না। বামপন্থীরা সব সময়ে মানুষের বিপদে তাঁদের পাশে থেকেছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

CPIM

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy