উৎসবের মরসুমে উত্তরবঙ্গে দুর্গতদের জন্য রাজ্য জুড়ে ত্রাণ সংগ্রহে নেমেছে বাম দলগুলি। সিপিএমের পাশাপাশি কলকাতার নানা প্রান্তে ত্রাণ সংগ্রহ করছে বামফ্রন্টের শরিক সিপিআই-ও। দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার শিয়ালদহে ত্রাণ সংগ্রহ করা হয়েছে। সিপিআইয়ের কলকাতা জেলা সম্পাদক প্রবীর দেবের নেতৃত্বে ধর্মতলা, নিউ মার্কেটেও একই কাজ করেছেন দলের নেতা-কর্মীরা। ছিলেন সিপিআইয়ের জেলা নেতৃত্বও। হকার, দোকানদার থেকে শুরু করে পথচারীরা বন্যা-ত্রাণে পাশে দাঁড়িয়েছেন। ত্রাণ সংগ্রহে বেরিয়ে রবিহার ভাঙড়ে আক্রান্ত হয়েছিলেন সিপিএনের নেতা-কর্মীরা। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। সেই ঘটনার সূত্রে এ দিন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘তৃণমূলের সিপিএম-কে এত ভয় কেন! তৃণমূল কখনও মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ায় না। বামপন্থীরা সব সময়ে মানুষের বিপদে তাঁদের পাশে থেকেছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)